ফেসবুকের মাধ্যমে মার্ক জুকারবার্গ আজ বিলিয়নিয়ার।(17.5 Billion !!)
ভাবতে পারেন বাংলাদেশী টাকায় কত?
Peter Thiel
যিনি প্রথম ফেসবুকে তার টাকা ইনভেস্ট করেছিলেন তখন তিনি কি ভেবেছিলেন যে তার ৫ লক্ষ ডলার এর বিনিময়ে তিনি পরবর্তীতে ১০ মিলিয়ন ডলার আয় করবেন?
কি? এখন নিশ্চ্য আপনি ভাবছেন যে,ইশ ! এইরকম কোনো সুজুগ যদি আপ্নিও পেতেন। একটি সোশ্যাল নেটওয়ার্ক এর মালিক যদি হতে পারতেন,তাই না?
যদি এমন হয় একটি ওয়েবসাইট যেখানে আপনি জয়েন করার সাথে সাথে আপনাকে ownership অফার করে, চমৎকার হয় তাই না?
“Zurker” – A New Social Network owned By You
(যার মালিক এর সদস্যরা)
এই ওয়েবসাইটটির সাথে আমার প্রথম পরিচয় হয় John Chow এর একটি টুইটার টুইটের মাধ্যমে।
অন্যান্য social networking website এর মতই এই ওয়েবসাইট । ফারাক শুধু একটাই এই ওয়েবসাইট আপনাকে ওয়েবসাইটটির মালিক হতে সুযোগ দিচ্ছে।
ইউনিক আইডিয়া,তাই না। ব্যপারটা নিয়ে গুগল বাবাজির কাছে হাজির হলাম। দেখলাম নাহ ব্যাপাটা সত্যি এবং zurker এর Founder খুবই সিরিয়াস।
“If you ask zurker “What’s the point of Zurker since we already have Facebook and Google+?” their answer is, “Zurker is fundamentally better than FB. FB and G+ are driven by corporations with their corporate goals. Zurker is owned by its members. Its product is designed to do just one thing, work well for the members, and corporate revenue is passed on to the members.”
অর্থাৎ এই ওয়েবসাইটের মালিক হবেন আপনি,আমি আর সাধারণ ইউজার।
ব্যাপারটা আরো পরিস্কার করে বলছি—
ওয়েবসাইটটি এখন বেটা টেস্টে আছে। অন্যের কাছ থেকে ইনভাইট পেলেই শুধু আপনি সেখানে জয়েন করতে পারবেন। তখন আপনি যদি অন্য কাউকে ইনভাইট করেন (আপনার ফ্রেন্ড/ ফ্যামালি সদস্য), তারা যদি আপনার লিঙ্ক এ ক্লিক করে সরাসরি জয়েন করেন আপনি পাবেন 1 Vshare । আপনি চাইলে সরাসরি ক্যাশ টাকার মাধ্যমে শেয়ার কিন্তে পারবেন সেক্ষেত্রে 1 Vshare = 1 USD সমমূল্যের । প্রতি মেম্বার ৫০০ শেয়ার সংগ্রহ করতে কিংবা কিনতে পারবেন।
এই ব্যাপারটা কিছুটা জটিল, সরাসরি তাই লিংকটা দিয়ে দিলাম।
About Vshare
ওয়েবসাইটটি uk,us,india,Philippines, New Zealand, Australia এবং Canada এর ইউজারদের জন্য আলাদা ওয়েব পোর্টাল খুলেছে। সেইসাথে বাদবাকি দেশের ইউজার রা শুধু মাত্র জয়েন করতে পারবেন Worldwide পোর্টালের সাহায্যে । তবে ভিন্ন ভিন্ন পোর্টালের মাধ্যমে জয়েন করলেও আপনি Zurker Worlwide এর মেম্বার হয়ে সহজেই Zurker Uk কিংবা US, India এর মেম্বার সাথে কানেক্ট হতে পারবেন।
Zurker কি তবে User Owned Facebook Type Social Network? YES.
তাদের সাইট থেকে-
“Facebook is dominant right now, but it started off as a small startup nobody had ever heard of. Facebook had a clever strategy for growing quickly, and replaced the dominant social networks of the time (MySpace and Friendster). Zurker is starting off as a small startup nobody has ever heard, but we have a clever strategy for growing quickly and developing an awesome product until we replace the dominant social network of our time.”
মনে প্রশ্ন আস্তে পারে এই ওয়েবসাইট কি SCAM?
এখন পর্যন্ত না। তারা একটি ওপেন অ্যাকাউন্ট বই এর মাধ্যমে তাদের হিসাব নিকাশ সবার সাথে প্রকাশ করছে। তাই একজন শেয়ার হোল্ডার হিসেবে আপনি সবকিছু মনিটর করতে পারবেন।
যেহেতু zurker এ জয়েন করা free তাই আমার দৃষ্টিতে এখানে হারানোর কিছু নেই। তাই আপনি ও জয়েন করে দেখতে পারেন। এমন সুযোগ হাতছাড়া করবেন কেনো?
http://www.zurker.net/i-1818-stbsgmvynx
DISCLAIMER: zurker এ এখন শুধুমাত্র অন্যের কাছ থেকে ইনভাইট পেলেই জয়েন করা যায়। তাই আমি আমার রেফারেল লিংকটা এখানে শেয়ার করলাম। আপনি যদি এই রেফারেল লিঙ্ক এ ক্লিক করে জয়েন করেন আমি এর বিনিময়ে ১ টি Vshare পাবো (যা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য হবে যখন আপনি কাউকে ইনভাইট করবেন।) ্যদি আপনার এখনও কোনো কনফিউশন থেকে থাকে তাহলে
Zuker FAQ পড়ুন।
জয়েন করার পর অবশ্যই
Zurker Guide টি পড়ে নিবেন ,তাহলে সাইটটির বিভিন্ন ফাংশন ,নেভিগেশন ইত্যাদি সম্পর্কে ধারণা পাবেন।
সবশেষে একটি প্রশ্ন আপনাদের জন্য,
আপনারা কি মনে করেন, এই google plus,facebook ,twitter এর মাঝে Zurker এর মত অন্য ধাঁচের social network কি জনপ্রিয়তা পাবে? আপনার মতামত কি?
প্রথম প্রকাশ >আমার সামহ্যোয়ার ইন ব্লগে ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন