আসসালামু আলাইকুম

রবিবার, ৮ এপ্রিল, ২০১২

Windows 8 এ .NET framework 3.5 কিভাবে ডাউনলোড না করে এনাবল করবেন?!

.NET framework উইন্ডোজ এ সফটওয়্যার চালানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ। অনেক সফটওয়্যার চলবেই না; কিন্তু দুঃখের বিষয় by default এটা ডিসেবল থাকে। এটা না থাকলে কোনও সফটওয়্যার রান করতে গেলে হয়তো নিচের ছবির মত একটা মেসেজ আসে:::

এটা enable করতে হলে আগে আপনাকে control panel থেকে programs and features এ যেতে হবে।। এটা মোটামুটি বড় ফাইল, ডাউনলোড করতে অনেক কষ্ট।

আবার উপরের ছবির প্রথম অপশন এ টিক দিয়ে ওকে করলে অনেকে এই Error 0x800f0906 এররটা পায়। আবার এখন ডাউনলোড করতে গেলে আপনাকে ২৯১ মেগা ডাউনলোড করতে হবে যা লিমিটেড ইউসারদের জন্য কষ্টকর।।



Windows 8 Consumer Preview তে কিভাবে কোনও কিছু ডাউনলোড ছাড়া আপনি এটা enable করবেন, তা দেখাবো, অন্য কোনটাতে এই ট্রিক আমি অ্যাপ্লাই করিনি।



Step 01► .iso ফাইলটা কম্প্রেশন/ ডিকম্প্রেশন সফটওয়্যার যেমন 7-zip দিয়ে ওপেন করে Sources ফোল্ডার ওপেন করুন ও sxs ফোল্ডার খুঁজে বের করুন।। এবার এটা এখানে কপি করুন >>

C:\ Temp

Step 02► এবার এডমিনিস্ট্রেটর হিসেবে কমান্ড প্রম্পট রান করে নিচেরটুকু টাইপ করে এন্টার দিন:::
dism.exe /online /enable-feature /featurename:NetFX3 /All /Source:c:\temp\sxs /LimitAccess

কাজ শেষ, এবার রিবুট করুন দেখেন যে ২য় ছবির প্রথম অপশন এ টিক দেয়া!!

এবার তাহলে মনমত সফটওয়্যার চালান যেমন Autocad!! ২৯১ মেগা বেঁচে গেলো!!

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More