উইন্ডোজ ইন্সটল করার ঝামেলা আর কতদিন তাই না? আর কত? তাই এবার মজার জিনিস নিয়ে এসেছি সবার জন্য। ১০০% কাজে লাগবেই। বার বার আর উইন্ডোজ ইন্সটল করতে হবে না আপনার। সাধারণত উইন্ডোজ সেটআপ দিলে পুরনো সফটওয়্যার গুলো আবার নতুন করে ইন্সটল করতে হয় তাই না? কিন্তু উইন্ডোজ ৭ এর মাঝে এমন একটি সুবিধা আছে যা দিয়ে আপনাকে পুরনো সফটওয়্যার গুলো আর নতুন করে ইন্সটল করতে হবে না এবং উইন্ডোজ ও সেটআপ দিতে হবে না।
কেনো করবেন?
মনে করেন কোন কারনে আপনার হার্ড ডিস্ক এর সি ড্রাইভ ক্রেশ করে ফেলেছে তখন আপনার পুরনো সমস্ত সফটওয়্যার মুছে যাবে। তাছারা নানান কারনে আমাদের উইন্ডোজ সেটআপ দিতে হয়। এই সিস্টেম এর সাহায্যে আপনাকে বার বার উইন্ডোজ সেটআপ দিতে হবে না। আবার মজার কথা হল একবার এটি বানিয়ে রাখলে আপনি যে কোন কম্পিউটার এ এটি হুবুহু কপি করতে পারবেন।
কিভাবে এটি কাজ করে?
সিস্টেম টি আসলে খুব সহজ এটি আসলে একটি হার্ড ডিস্ক থেকে আরেকটি হার্ড ডিস্ক এর মাঝে সি ড্রাইভের সমস্ত ডাটা কপি করে। সি ড্রাইভের সমস্ত কিছু একটি হার্ড ডিস্ক থেকে আরেকটি হার্ড ডিস্ক এর মাঝে কপি করে ফেলে। অনেক দোকানে এভাবেই একটি মাস্টার হার্ড ডিস্ক বানিয়ে রাখে পরে এক্তির পরে একটি কম্পিউটার এর মাঝে শুধু কপি করতে থাকে। এতে অনেক বেশি সময় কম লাগে যদি কমান্ড গুলো একবার মুখস্থ করে ফেলতে পারেন।
কি কি লাগবে?
এদ্ভান্স লেভেল এর নলেজ লাগবে। যে কমান্ড প্রমট এ আগে কাজ করেছেন।
কাজটি করতে আপনার ২টি এইচডিডি লাগবে । কিছু করার নাই কষ্ট করতে না চাইলে ২তা হার্ড ডিস্ক মানেজ করতেই হবে।
আরেকজনের পিসিতে সেটআপ দিতে চাইলে হার্ডওয়্যার এক রকম হতে হবে।
শুরু করুনঃ-
১। প্রথমে একটি এক্সট্রা হার্ড ডিস্কে পিসি নতুন করে সেটআপ করুন সাধারণ ভাবে। আপনার পিসিতে সমস্ত কিছু সুন্দর ভাবে ইন্সটল করে নিন। যা যা সফটওয়্যার আপনার লাগে। এন্টি ভাইরাস লাগিয়ে স্কেন করে নিন।এই হার্ড ডিস্ক টি ছোট হতে পারবে তবে এটি সব সময় আলাদা করে সেভ করে রাখবেন। এটাই মাস্টার ডিস্ক হবে আমাদের। প্রতিবার এখান থেকে আমরা সব কিছু কপি করে নিব।
২। এখন আপনার রেগুলার হার্ড ডিস্ক যুক্ত করে উইন্ডোজ ৭ এর সিডি প্রবেশ করিয়ে পিসি রিস্টার্ট মারেন।
৩। এবার “Repair your computer” দিন।
৪। তারপরে SHIFT+F10 চাপুন কমান্ড লাইন আসার জন্য।
৫। টাইপ করুন DISKPART আপনার নতুন মানে রেগুলার হার্ড ডিস্ক এর মাঝে primary partition তৈরি করতে।
diskpart
list disk
select disk 1
create partition primary size=30000
list partition
select partition 0
format fs=ntfs quick
active
৬। diskpart এর মাঝে আপনার মাস্টার / পুরনো হার্ড ডিস্ক সিলেক্ট করুন এবং আপনার পুরনো হার্ড ডিস্ক টি assign করুন non-C ড্রাইভ হিসাবে যেমন হতে পারে H, J, K
select disk 0
list partition
select partition 0
assign letter=H:
7. DISKPART এর মাঝে সেই partition তা সিলেক্ট করুন যেটি আপনি ৫নং স্টেপ এর মাঝে করেছেন। এবং এটিকে assign করুন ড্রাইভ C: হিসাবে।
৮। diskpart বের হয়ে যান। DIR command ব্যবহার করে দেখে নিন ড্রাইভ লেটার চেঞ্জ হয়েছে নাকি।
DIR C:
DIR H:
৯ এবার নিচের কমান্ড দিয়ে পুরনো হার্ড ডিস্ক এর সিস্টেম গুলো কপি করে নিন হার্ড ডিস্ক এর মাঝে।
robocopy h:\ c:\ /mir /copy:datso /r:2 /w:2 /zb /np /tee /log:rbcp.log
১০। boot sector তৈরি করুন নিজের কমান্ড দিয়ে।
bootsect /nt60 C:
১১। পিসি shutdown করে মাস্টার হার্ড ডিস্ক মানে পুরনো হার্ড ডিস্ক খুলে ফেলুন এবং আবার পিসি চালু করে দিন। বাস কাজ শেষ এবার দেখুন নতুন হার্ড ডিস্ক এর মাঝে পুরনো সমস্ত সফটওয়্যার সহ উইন্ডোজ সেটআপ হয়ে গেছে।
১২। যদি সিস্টেম আপনাকে পিসি repair করতে বলে তাহলে জাস্ট windows 7 installation সিডি প্রবেশ করে repair করুন automatically
১৩। সরি নতুন বন্ধুদের কাজটা অনেক কঠিন মনে হতে পারে। এর থেকেও সহজ উপায় আছে আরেকটা সময় পেলেই লিখতে বসে যাবো।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন