সবাই আমার সালাম/নমষ্কার নিবেন। আশা করি সবাই ভালো আছেন ????? আজ হাজির হলাম আরো একটা ফালতু পোষ্ট নিয়ে। অনেক সময় আমাদের জানার দরকার হয় যে আমার কম্পিউটারে আমি না থাকাকালীন কি করা হয়েছে, কি দেখা হয়েছে এবং আরো অনেক কিছু। চলুন তাহলে আমরা শুরু করি কিভাবে এটা করা যায় দুইটি নিয়মে কোন সফটওয়্যার ছাড়া।
১। i) প্রথমে Start এ ক্লিক করুন। তারপর আবার Run এ ক্লিক করুন।
ii) এবার আসলে Open এর ঘরে recent লিখে কিবোর্ড থেকে এন্টার অথবা Ok ক্লিক করুন। আর দেখুন আপনার সামনে চার্ট হাজির এখন আপনি দেখতে পারবেন কে আপনার কম্পিউটারে কি দেখছে, কি করেছে।
২। i) প্রথমে ডেক্সটপ থেকে My Computer অপেন করুন। তারপর Ctrl+H (Ctrl+H মানে Ctrl এ চাপ দিয়ে ধরে রেখে H ) চাপুন।
ii) আর মজা দেখুন আপনার ডান সাইডে সব হিষ্টরি হাজির এখন আপনি যে দিন/সপ্তাহ/মাস এর হিষ্টরি দেখতে চান সেখানে ক্লিক করলেই সব দেখতে পারবেন।
*** আমি টিউন গুছিয়ে লিখতে পারি না আর তেমন এক্সপার্টও না তাই টিউনে ভুল/ত্র“টি হলে নিজ গুনে ক্ষমা করে দিবেন ***
******** সবাই কে ধন্যবাদ। ভালো থাকবেন।। ********
******** সমাপ্ত ********
1 comments:
আমি এই রকম একটা ব্লগার সাইট আছে তো আমি আপনার মত এই রকম ডিজাইন করতে প ারিছি না। আমাকে যদি এই রকম সাইট তৈরী করতে হ্যাল্প করেন তাহলে খুব ভাল হয়। আপনি কি এই সাইট থেকে কোন টাকা ইনকাম করতে পারছেন? আমার সাথে যোগাযোগ করুন। প্লিজ.......... আমার Gtalk: md.raza87@gmail.com Skype: raza6599 Mobail: 01733876599
একটি মন্তব্য পোস্ট করুন