সবাইকে আসসালামু ওয়াআলাইকুম।আমি জীবনের প্রথম কোথাও কিছু লিখছি।এর আগে কোথাও কোনোদিন কোনোকিছু লিখি নাই। তাই দয়া করে ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।
আমরা সকলেই উইন্ডোজ ৮ এর জন্য প্রতীক্ষা আছি। আবার এরই মধ্যে অনেকেই নিজের পিসিতে এক্সপি বা উইন্ডোজ ৭ কে উইন্ডোজ ৮ এর সাজে সাজানোর চেষ্টা করছে।আমিও অনেক খোজাখুজির পর সফল হয়েছি। তাই আমি আজ দেখাব কীভাবে উইন্ডোজ ৭ বা এক্সপি এর ডেক্সটপকে সম্পূর্নভাবে উইন্ডোজ ৮ করা যায়।
এর জন্য প্রয়োজন মাত্র দুটি সফটওয়্যারের,
১)Rainmeter 2.1 or higher (এর নাম আপনারা আগেই শুনে থাকবেন)
২)Omnimo 4.1
এর জন্য প্রয়োজন মাত্র দুটি সফটওয়্যারের,
১)Rainmeter 2.1 or higher (এর নাম আপনারা আগেই শুনে থাকবেন)
২)Omnimo 4.1
ধাপঃ১
প্রথমে ফাইল দুটি ডাউনলোড করে নিন। তারপর Rainmeter এর উপর ডাবল ক্লীক করেন নিচের চিত্রের মতো দেখতে পাবেন।এখানে ভাষা সিলেক্ট করে OK করুন।
এরপর নিচের চিত্রের মতো আসলে Next> করুন।
এরপর আপনার উইন্ডোজ ৩২ বিট না ৬৪ বিট তা সিলেক্ট করে Next> করুন।
এরপর Install এ ক্লীক করুন। তাহলে Rainmeter ইন্সটল হবে।
২য় ধাপঃ
এবার Omnimo 4.1 ফাইলটি Extract করুন। তাহলে SETUP (new users).rmskin নামে একটা ফাইল দেখতে পাবেন।
SETUP (new users).rmskin ওপেন করুন। তাহলে নিচের চিত্রের মতো দেখতে পাবেন। সবকিছু অপরিবর্ততি রেখে Install এ ক্লিক করুন।
এবার Omnimo 4.1 ফাইলটি Extract করুন। তাহলে SETUP (new users).rmskin নামে একটা ফাইল দেখতে পাবেন।
SETUP (new users).rmskin ওপেন করুন। তাহলে নিচের চিত্রের মতো দেখতে পাবেন। সবকিছু অপরিবর্ততি রেখে Install এ ক্লিক করুন।
এটি আসলে Rainmeter এর একটা স্কিন প্যাক। Install হলেই নিচের মতো স্কিন দেখতে পাবেন। এখন Dextop Icons এ ক্লিক করলে Dextop –এর আইকন গুলো উধাও হয়ে যাবে।
এরপর ডানদিকের তীর চিহ্নে ক্লিক করুন।
এবার আপনি Language সিলেক্ট করতে হবে, যে Language চান তার উপর ক্লিক করুন।
এরপর নিচের চিত্রের মতো স্কিন আসবে । সেখানে ৩টি থিম থাকবে আপনার পছন্দ মতো যে কোনোটি সিলেক্ট করুন।
১ম টি সিলেক্ট করলে নিচের মতো আসবে, সেখানে আপনার পিসির রেজুলেশন সিলেক্ট করতে হবে।
তাহলে নিচের মতো থিম ওপেন হবে।
২য় টি সিলেক্ট করলে নিচের মতো আসবে, সেখানেও আপনার পিসির রেজুলেশন সিলেক্ট করতে হবে।
তাহলে নিচের মতো একটা থিম ওপেন হবে।
৩য় টি সিলেক্ট করলে নিচের মতো আসবে, এরপর Apply এ ক্লিক করুন।
তাহলে একটা Style Manager আসবে সেটার ডানপাশে CLOSE এ ক্লিক করুন।
এবার দেখছেন শুন্য স্কিন, তাহলে এটা কীসের থীম, তাই ভাবছেন তো? ভালো করে দেখেন পুরো স্কিন শুন্য না ডানপাশে ওপরে কোনায় একটা বৃত্তের ভেতর তীর চিহ্ন আছে।সেখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে নিচের মতো তিনটি চিহ্ন পাবেন। এই চিহ্নগুলো ১ম ও ২য় থিম দুটিতেও পাবেন ডানপাশে ওপরে।
১ম চিহ্নে ক্লিক করলে নিচের প্যানেলটি ওপেন হবে।এখানে আপনি যে যে অ্যাডঅনে ক্লিক করবেন সেই গুলো আপনি আপনার ডেস্কটপে পাবেন এবং অ্যাডঅনগুলো কাস্টমাইজও করতে পারবেন। ডানপাশে নিচে MORE ADD-ONS –এ ক্লিক করে আপনি আরো অ্যাডঅন ডাউনলোড করতে পারবেন।
২য় চিহ্নে ক্লিক করলে নিচের প্যানেলটি ওপেন হবে।এখানেও আপনি যে যে অ্যাডঅনে ক্লিক করবেন সেই গুলো আপনি আপনার ডেস্কটপে পাবেন এবং অ্যাডঅনগুলো কাস্টমাইজও করতে পারবেন। ডানপাশে নিচে MORE ADD-ONS –এ ক্লিক করে আপনি আরো অ্যাডঅন ডাউনলোড করতে পারবেন।
৩য় চিহ্নে ক্লিক করলে নিচের প্যানেলটি ওপেন হবে এবং ১ম,২য় প্যানেলগুলো থেকে নেওয়া আইকন গুলোর কালার চেন্জ করতে পারবেন, সবগুলো একসাথে আবার আলাদা আলাদা ভাবেও।
নিচে কয়েকটি ভিন্ন কালারের থিম দিলাম।
এবার টাস্কবারটা হাইড করে নিন তাহলেই হয়ে গেল।
আবারো বলছি ভুল গুলো ক্ষমা করে দিয়েন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন