আসসালামু আলাইকুম

শনিবার, ২১ জুলাই, ২০১২

উইন্ডোজ এক্স.পির মিসিং ফাইল সমস্যার সমাধান।

কেমন আছেন? মাহে রমজানের শুভেচ্ছা সবার জন্য। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পোষ্ট করতে যাচ্ছি। icon razz উইন্ডোজ এক্স.পির মিসিং ফাইল সমস্যার সমাধান।

অনেক সময় ভাইরাস এর কারণে অথবা আমরা নিজেরাই রেজেষ্ট্রি এন্ট্রিতে না বুঝে অনেক কিছু পরিবতর্ন করে ফেলি। এর জন্য পরবর্তীতে পিসি চালু করতে নিচের পর্দার মতো ম্যাসেজ আসে।
windows kayuagung উইন্ডোজ এক্স.পির মিসিং ফাইল সমস্যার সমাধান।

এটা দেখা গেলেই যে কেউ আপনাকে বলবে যে উইন্ডোজ আবার রি-ইন্সটল দিতে। এতে যেমন সময় লাগবে তেমনি আপনার মাই ডকুমেন্ট এ সংরক্ষিত ফাইল গুলোও ফরম্যাট হয়ে যাবে।


এমন সমস্যা হলে উইন্ডোজ রি-ইন্সটল না দিয়ে নিচের পদ্ধতি অনুসরণ করতে পারেন:

১। উইন্ডোজ এক্স.পি. সিডিটি পিসিতে বুট করুন। (অরিজিনাল সিডি থাকলে ভাল)
xp install 1 উইন্ডোজ এক্স.পির মিসিং ফাইল সমস্যার সমাধান।
২। ওয়েলকাম টু সেটআপ পর্দাটি আসবে। সেখান থেকে R বাটনটি চেপে রিকোভার কনসোল টি চালু করুন।
Untitled 11 উইন্ডোজ এক্স.পির মিসিং ফাইল সমস্যার সমাধান।
৩। আপনার যেই ড্রাইভ এ এক্স.পি ইন্সটল করা আছে সেটি নির্বাচন করুন। (সাধারণত সি: ড্রাইভ)

৪। এরপর যদি লগ-ইন পাসওর্য়াড বা বুট সেক্টর পাসওর্য়াড দিয়ে থাকেন তবে সেটি দিয়ে এন্টার দিন।

৫। একটি কমান্ড প্রোমোট আসবে “c:\windows>”

৬। এখন কমান্ড প্রোমোট এ নিচের কমান্ড গুলো অনুসরণ করুণ:
c:\windows>cd \system32\config\ > press Enter
c:\windows\system32\config>del system press Enter
c:\windows\system32\config>del software press Enter
c:\windows\system32\config>del sam press Enter
c:\windows\system32\config>del security press Enter
c:\windows\system32\config>del default press Enter
c:\windows\system32\config>cd .. press Enter
c:\windows\system32>cd .. press Enter
c:\windows>cd repair press Enter
c:\windows\repair> copy system c:\windows\system32\config press Enter
c:\windows\repair> copy software c:\windows\system32\config press Enter
c:\windows\repair> copy sam c:\windows\system32\config press Enter
c:\windows\repair> copy security c:\windows\system32\config press Enter
c:\windows\repair> copy default c:\windows\system32\config press Enter
c:\windows\repair>EXIT press Enter

৭। উপরের বোল্ড দেওয়া প্রেস এন্টার বলতে আপনাকে এর আগের কমান্ড লিখে এন্টার চাপতে বলা হয়েছে। এখানে কমান্ড প্রোমোটে প্রেস এন্টার কথাটি লিখতে হবে নাহ।

৮। এরপর নিজে নিজেই পিসিটি রিস্টার্ট নিবে এবং এই সমস্যার সমাধান হয়ে যাবে।
Windows XP splash screen উইন্ডোজ এক্স.পির মিসিং ফাইল সমস্যার সমাধান।

ধন্যবাদ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More