আসসালামু আলাইকুম

শনিবার, ২১ জুলাই, ২০১২

রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .

আমরা অনেকেই এই টিপসটির ব্যাপারে জানি। আবার অনেকেই জানি নাহ।

নিচের ছবিটি লক্ষ্য করুন:
right click menu রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .

এটি আমার পিসির রাইট ক্লিক মেনু। এখানে কপি টু ফোল্ডার .. .   এবং মুভ টু ফোল্ডার . . . .  নামে দুটি এক্সটা অপশন রয়েছে। আপনার চাইলে সহজেই এটি আপনার পিসিতেও একটিভ করতে পারবেন।

যা যা করতে হবে:
*****Be sure to back up the Registry file before you begin.***********


১। র্স্টাট মেনু থেকে রান অপশনটিতে ক্লিক করুন।
119 রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .
২।এরপর লিখুন regedit এন্টার দিন।
217 রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .
৩। রেজেস্ট্রি এডিটর আসবে।
311 রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .
৪। সেখান থেকে নিচের কমান্ড গুলো অনুসরণ করুণ:

HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers
410 রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .
58 রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .

৫। এখন ContextMenuHandlers ফোল্ডারে রাইট বাটন এ ক্লিক করে নতুন কী যোগ করুন।
66 রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .
৬। কি টির নাম দিন কপি টু।
75 রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .
৭। এখন  কপি টু ফোল্ডারটি সিলেক্ট থাকা অবস’ায় ডান দিকের ডিফল্ট মেনুতে ডাবল ক্লিক করুন। একটি ডায়ালগ বক্স আসবে।
83 রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .
৮। এখন ভেল্যু ডাটা অপশনে নিচের কোড টি কপি-পেস্ট করে ওকে দিন।

{C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13}

১০। এখন আবার আরেকটি কি যোগ করুন । নাম দিন মুভ টু। এরপর ডিফল্ট বক্সে ডাবল ক্লিক করে ডাটা ভেল্যুতে নিচের কোড টি কপি পেস্ট করুন।

{C2FBB631-2971-11D1-A18C-00C04FD75D13}


১১। এখন রেজেষ্ট্রি এন্ট্রি বক্সটি বন্ধ করুন। একবার পিসি রির্ষ্টাট দিন।

এর পর আপনার রাইট বাটনে কপি – টু এবং মুভ – টু অপশনটি আসবে। icon biggrin রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More