আসসালামু আলাইকুম

শুক্রবার, ১৩ জুলাই, ২০১২

চটজলদি ডেস্কটপ থেকে আইকন গুলি সরিয়ে দেয়ার পদ্ধতি।

অনেক পুরাতন টিপস। যারা নতুন তাদের জন্য আজকের এই টিপস। যারা ডেস্কটপ থেকে খুব তাড়াতাড়ি আইকন গুলি সরিয়ে ফেলতে চান তারা আমার এই টিপসটি ট্রাই করে দেখতে পারেন। খুব সহজ এই পদ্ধতি। প্রথমে আপনাকে ডেস্কটপের ফাঁকা জায়গায় মাউজের রাইট বাটন এ ক্লিক করে Arrange Icons By এ মাউজ রাখুন এবং নিচের চিত্রের মত আসলে Show Desktop Icons থেকে টিক চিহ্ন তুলে দিন ব্যাস কাজ শেষ। এবার দেখুন কোন আইকন ডেস্কটপে আর নেই।

 আপনি যদি আবার আইকন গুলি ফেরত আনতে চান একই পদ্ধতি অবলম্বন করে শুধু Show Desktop Icons এ টিক চিহ্ন দিয়ে দিবেন। তো বন্ধুরা পদ্ধতি টি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More