আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১২

dll ফাইল মিসিং ? তাহলে File Fixer দিয়ে ঠিক করে নিন (২ মেগা)

কম্পিউটারে কাজ করতে করতে অনেক সময় DLLফাইল মিসিং বা ইরর দেখায়। এই সমস্যা সমাধানের জন্য ছোট একটি এপলিকেশন নিয়ে আসলাম আপনাদের জন্য। DLL-files  Fixer নামের এ সফ্টওয়্যারটি আসলেই দারুন কাজের।

যেসব সুবিধা আছে এটাতে তা দেখে নিন :
> Registry অপটিমাইজ করতে পারবেন,
> রেজিষ্ট্রি Defrag  করতে পারবেন,
> সমস্ত DLL ফাইলগুলোর সমস্যা খুজে বের করা এবং সমাধান করতে পারবেন,
> বিভিন্ন এপলিকেশন ক্র্যাশ করা বন্ধ করতে পারবেন,
> কম্পিউটারের কার্যদক্ষতা বৃদ্ধি করতে পারবেন,
> সবথেকে বড় কথা যে ফাইলটা মিসিং পাবেন তা সরাসরি ডাউনলোড করতে পারবেন।

লিংক http://www.mediafire.com/?st9om7sriwgb2uv

এটার ওজন খুবই সামান্য এবং পোর্টেবল, তাই ইনষ্টল করতে হবে না।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More