Windows Genuine Advantage Notifications Nag Screen এই
প্রবলেমটা অনেকরই বিরক্ত বোধ মনে হয়। তাই আমি একটি সহজ সমাধান দেওয়ার
জন্য চেষ্টা করলাম মাত্র। যাদের প্রয়োজন লাগবে তারা দেখতে পারেন।
কার্যপ্রণালী:
১. ধাপ: কিবোর্ড থেকে Clt + Alt + Del চেপে Windows Task Manager ওপেন করুন, তারপর Process ট্যাবে ক্লিক করে wgatray.exe তে ক্লিক করে End Process এ ক্লিক করুন এবং ইহা ক্লোজ করুন।২. ধাপ: কম্পিউটার Restart দিয়ে Safe Mode ওপেন করুন (safe mode এ ওপেন করার জন্য কম্পিউটার চালু হওয়ার সময় F8 চাপতে থাকেন)
৩. ধাপ: C:\Windows\System32 এই ডাইরেক্টরীতে গিয়ে WgaTray.exe ডিলিট করে ফেলি ডিলিট ।
৪. ধাপ: C:\Windows\System32\dllcache এই ডাইরেক্টরীতে গিয়েও WgaTray.exe ডিলিট করে ফেলি ডিলিট ।
৫. ধাপ: Start \ Run: regedit টাইপ করুন, তারপর HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\Current Version\Winlogon\Notify তে গিয়ে WgaLogon ফোল্ডারটি Delete করে দিই।
৬. ধাপ: কম্পিউটার Restart দিই। ব্যস হয়ে গেল! ভালো লাগলে Comment করতে ভূলবেন না।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন