আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩

কম্পিউটারের ফাইল বা ফোল্ডার ডিলেট হচ্ছে না? সমাধান নিন

যখন কোন ফাইল বা ফোল্ডার ডিলেট করতে চাই তা অনেক সময়ই ডিলেট হতে চায় না বা ডিলেট হয় না। অবাঞ্ছিত এসব ফাইল বা ফোল্ডার বিভিন্ন এরর রিপোর্ট কম্পিউটার স্ক্রিনে প্রদর্শন করে আমাদের বিরক্তির কারন হয়।
Cannot delete file: Access is denied.
There has been a sharing violation.
The source or destination file may be in use.
The file is in use by another program or user.
Make sure the disk is not full or write-protected and that the file is not currently in use.

সাধারণত এই ধরনের ম্যাসেজগুলো দেখায়। তখন আপনি কি করেন? হয়তো বা কোন উপায় খুঁজে পান না।
এমতবস্থায় আপনার সমাধান আনলকার।
যে ফাইল বা ফোল্ডারটি ডিলেট হচ্ছে না, প্রথমে তার উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং তা আনলক করুন। নিচের স্ক্রিনশটটি দেখুন।
224248_tutorial1.png
আনলক করার পর আনলককৃত ফাইলগুলো দেখতে পাবেন।

এখন শুধু Unlock All বাটনটিতে ক্লিক করলেই সব ডিলেট হয়ে যাবে।
মাত্র ২৩৭ কিলোবাইটের সফটওয়্যারটি পেতে এখানে ক্লিক করুন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More