আসসালামু আলাইকুম

শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১১

কম্পিউটার বুট হতে কতক্ষন সময় লাগে দেখে নিন।

একটি উপযোগী সফটওয়্যার নিয়ে কিছু কথা বলবো। হা বন্ধুরা, আপনার কম্পিউটার রিস্টার্ট বা নতুন করে ওপেন হতে কতক্ষন সময় লাগে এবং পিসি কি ভাল অবস্থায় না সমস্যার মধ্যে বসবাস করছে, তা জানিয়ে দিবে সফটওয়্যার। এর নাম হচ্ছে BootRacer আপনি এখান থেকে ডাউনলোড করে নিন এবং ইন্সটল করুন। ইন্সটল শেষে আপনি যতবার কম্পিউটার রিস্টার্ট বা সাটডাউন দিন ওপেন করার সময় বুট হতে কতক্ষন সময় লাগছে তা নিচের চিত্রের মত দেখা যাবে

এর পর একটি উইন্ডোতে see why লেখা দেখা যাবে। আপনি ওখানে ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন

এবং Show History তে ক্লিক দিয়ে জেনে নিতে পারেন পিসি বুট হতে কতক্ষন সময় লেগেছে

দেখুন আমার পিসি বুট হয়ে রেডি হতে মোট সময় লেগেছে ১০৯ সেকেন্ড। তো বন্ধুরাBootRacer সফটটি ব্যবহার করে দেখতে পারেন, আশাকরি ভাল লাগবে।
ধন্যবাদ

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More