আসসালামুআলাইকুম। আশা করি সকলে ভাল আছেন। আজ আপনাদেরকে মোটামুটি গুরুত্বপূর্ণ একটা টিপ্স সম্পর্কে জানান দিতে চাই। প্রথমেই বলে রাখা ভাল যে আমি একজন Professional ব্লগার নই , তাই খুব সুন্দর করে Share করা আমার পক্ষে সম্ভব নয় । তবে চেষ্টা করব যেন ভাল ভাবে লিখতে পারি ।
মূল কথায় আশা যাক ,
আমরা অনেকেই BIOS সম্পর্কে ভাল ভাবে জানি না। তবে আজকের টিপ্সটি BIOS সম্পর্কে জানতে নয় BIOSকে UPDATE করা সম্পর্কে। ১ম এ BIOSকে UPDATE করার সুবিধা গুলো বলে রাখি :
1. cut boot times
2. fix compatibility issues
3. improve overall performance
4. brick your system if you do it wrong .
Finally it will improve the speed of your Copy/Past time.
কিভাবে করবেন ?
Bios update করতে হলে আপনাকে যেতে হবে আপনার PC/motherboard manufacturer’s ওয়েবসাইটে । সেখানে BIOS টেব থেকে তাদের নির্দেশনা অনুসরণ করতে হবে ।
আমার অভিজ্ঞতা :
বিশ্বাস করেন বা না করেন, আমার PCতে Copy/Past এর Speed আগে ছিল ৯৭৩kb/s আর update করার পরে এখন 10mb/s and that’s unbelievable …..
সতর্কতা :
Update করার সময় অন্য কোন program চালু থাকা যাবেনা । update এর সময় power supply নিশ্চত করুন কারণ update চালু থাকা অবস্থায় electricity চলে গেলে পুনরায় BIOS সেট আপ করতে হবে । আপনি যে কম্পানির BIOS ব্যাবহার করেন সেই কম্পানির মূল সাইট থেকে BIOS update করবেন । সবাইকে ধন্যবাদ , আসসালামুআলাইকুম ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন