আসসালামু আলাইকুম

শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১১

Copy/Past এখন হবে আরও দ্রুত THE Ultimate SPEED

আসসালামুআলাইকুম। আশা করি সকলে ভাল আছেন। আজ আপনাদেরকে মোটামুটি গুরুত্বপূর্ণ একটা টিপ্স সম্পর্কে জানান দিতে চাই। প্রথমেই বলে রাখা ভাল যে আমি একজন Professional ব্লগার নই , তাই খুব সুন্দর করে Share করা আমার পক্ষে সম্ভব নয় । তবে চেষ্টা করব যেন ভাল ভাবে লিখতে পারি ।
মূল কথায় আশা যাক ,
আমরা অনেকেই BIOS সম্পর্কে ভাল ভাবে জানি না। তবে আজকের টিপ্সটি BIOS সম্পর্কে জানতে নয় BIOSকে UPDATE করা সম্পর্কে। ১ম এ BIOSকে UPDATE করার সুবিধা গুলো বলে রাখি :
1. cut boot times
2. fix compatibility issues
3. improve overall performance
4. brick your system if you do it wrong .

Finally it will improve the speed of your Copy/Past time.

কিভাবে করবেন ?
Bios update করতে হলে আপনাকে যেতে হবে আপনার PC/motherboard manufacturer’s ওয়েবসাইটে । সেখানে BIOS টেব থেকে তাদের নির্দেশনা অনুসরণ করতে হবে ।

আমার অভিজ্ঞতা :

বিশ্বাস করেন বা না করেন, আমার PCতে Copy/Past এর Speed আগে ছিল ৯৭৩kb/s আর update করার পরে এখন 10mb/s and that’s unbelievable …..

সতর্কতা :

Update করার সময় অন্য কোন program চালু থাকা যাবেনা । update এর সময় power supply নিশ্চত করুন কারণ update চালু থাকা অবস্থায় electricity চলে গেলে পুনরায় BIOS সেট আপ করতে হবে । আপনি যে কম্পানির BIOS ব্যাবহার করেন সেই কম্পানির মূল সাইট থেকে BIOS update করবেন । সবাইকে ধন্যবাদ , আসসালামুআলাইকুম ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More