আসসালামু আলাইকুম

শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১১

RAR ফাইলে যেভাবে পাসওয়ার্ড সেট করবেন !!

আস সালামু আলাইকুম। আশাকরি সাবাই ভাল আছেন। কাজের চাপে অনেক দিন যাবৎ পোষ্ট করি না। আজ একটু সময় পেয়েছি তাই ছোট একটা টিপস নিয়ে হাজির হয়ে গেছি। গ্রুপে দেখি অনেকই র‌্যার ফাইলে পাসওয়ার্ড কি ভাবে দিতে হয় এ ব্যাপারে পোষ্ট করে। তাই চলুন দেখে নেই কিভাবে র‌্যার ফাইলে পাসওয়ার্ড দিতে হয় ।
প্রথমে এই লিংকে ক্লিক করে WinRAR সফ্টওয়্যারটি ডাউনলোড করে নিন। তার পর এটা ইনস্টল করে ফেলুন।

> এবার যে ফাইলটি পাসওয়্যার্ড দিতে চান তার উপর রাইট বাটন ক্লিক করে Add to archive… এ ক্লিক করুন।
> এরপর Advanced ট্যাব থেকে Set Password বাটনে ক্লিক করুন।



> এর পর পাওয়্যার্ড দিয়ে Ok করুন। আবার Ok করুন।
ব্যাস আপনার কাজ শেষ। এবার RAR ফাইলের পাসওয়ার্ড রিকভার করতে চান ?
ভাল থাকবেন সবাই, আল্লাহ হাফেজ…

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More