আসসালামু আলাইকুম

মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১১

মুভি বা সফটওয়্যারের পার্টগুলো জোড়া লাগান এবার সহজেই

আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আজকের পোষ্টে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই পাড়া-প্রতিবেশি, আত্মীয়-স্বজন ও পরিবারের সবাইকে নিয়ে খুবই ভাল আছেন। আজ আপনাদের একটি টিপস দিব। মাঝে মাঝে আমরা বিভিন্ন সাইট থেকে বিভিন্ন ধরনের ফাইল ডাউনলোড করে থাকি। যেমনঃ মুভি, সফটওয়্যার সহ আরও অনেক কিছু। কিন্তু মাঝে মাঝে আমাদের এগুলো পার্টে পার্টে ডাউনলোড করতে হয়। ডাউনলোড করার পর আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ফাইলগুলো জোড়া লাগানো নিয়ে। জ্বী, আজ আপনাদের এটাই দেখাব। সফটওয়্যারটির নাম হল HJSplit .


কিভাবে ইন্সটল করবেনঃ-

আপনি এটা ডাউনলোড করে মূল ফাইল থেকেই আপনি চালু করতে পারবেন। এই ইন্সটল করার দরকার নাই।
সফটওয়্যারটি নিচের অপারেটিং সিস্টেমগুলো সাপোর্ট করবে। আপনার যে অপারেটিং সিস্টেমের জন্য দরকার সেটার উপর ক্লিক করুন। তাহলে আপনাকে ডাউনলোড লিংকে নিয়ে যাবে।
Windows
Linux
MAC
BSD Java
PHP
Amiga Windows 3.x
DOS
OS/2
কিভাবে ফাইল জোড়া লাগাবেনঃ-

1. প্রথমে আপনি একটি মুভির কয়েকটি পার্ট নিন। যেমনঃ .001, .002, .003 ইত্যাদি।
এবার সফটওয়্যারটি চালু করুন।
2. এবার Join বাটনে ক্লিক করুন। তাহলে নিচের উইন্ডোটি আসবে।
3. এবার “Input File” এ ক্লিক করে .001 file টি সিলেক্ট করুন।
4. এবার “Output” থেকে আপনি যে ফোল্ডারে সেভ করতে চান, তা নির্বাচন করুন ও “Start” বাটনে ক্লিক করুন।
5. তাহলেই কাজ শুরু হয়ে যাবে।
6. যখন এটি সম্পূর্ণ হবে, তখন আপনাকে একটি নোর্টিফিকেশন দিবে।
7. এবার আপনার নির্ধারিত জায়গায় একটি .avi ফাইল পাবেন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন ও ভাল রাখুন পাশের মানুষটিকে। আল্লাহ হাফেজ………..

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More