আসসালামু আলাইকুম

মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১১

স্বয়ংক্রিয়ভাবে উইন্ডোজ ৭ এর temporary files ডিলেট করা

আমরা নিয়মিত কম্পিউটার ব্যবহার করার ফলে পিসিতে কিছু স্বয়ংক্রিয় ফাইল সেভ হয়। এতে পিসি আস্তে আস্তে স্লো হয়ে যায়। ফলে কাজে আসবে বিরক্তি। তাই আজ আমি আপনাদের একটা ছোট টিপস দিব এটার উপরে। কিভাবে স্বয়ংক্রিয়ভাবে উইন্ডোজ ৭ এর Temporary Files ডিলেট ডিলিট করবেন। তাহলে জলদি কাজটা সেরে ফেলুন।

***প্রথমে নোটপ্যাড খুলুন ও নিচের কোডটি কপি করে পেষ্ট করুন।
cd C:\Users\%username%\AppData\Local
rmdir /S /Q Temp

এবার এটিকে sq.bat লিখে সেভ করুন।
এবার এটির উপর ডাবল ক্লিক করুন, তাহলেই কাজটা করে ফেলবে এটি স্বয়ংক্রিয় ভাবে।
এবার আপনি যদি চান যে এটি পিসি চালু হওয়ার সাথে সাথে চালু হয়ে যাক, তাহলে নিচের কাজটুকু করুন।

প্রথমে .bat ফাইলটিকে কপি করে Stat Menu —> Programs —> Startup ফোল্ডারে পেষ্ট করুন।
তাহলে প্রতিবার পিসি স্টার্ট হওয়ার সাথে সাথে সকল টেম্পরারি ফাইল ডিলিট হয়ে যাবে।
ভাল থাকুন ও ভাল রাখুন পাশের মানুষটিকে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More