আসসালামু আলাইকুম

মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১১

১ গিগাবাইটের ফাইলকে করে ফেলুন ১০ মেগাবাইট | kgb archiver

কেমন আছেন সবাই? অনেক দিন পর টিউনারপেজে পোষ্ট করতে আসলাম। আজ অনেক দিন পর এসেই আপনাদের জন্য একটি মজা জিনিস নিয়ে এলাম। জিনিসটা সম্পর্কে আশা করি শিরোনম দেখেই বুঝতে পেরেছেন। জ্বী, জনাব ও জনাবারা আপনাদের দেখাব কীভাবে ১ গিগাবাইটের ফাইলকে ১০ মেগাবাইট করা যায়। আশা করি ভাল লাগবে। এটি আমরা করব KGB ARCHIVER নামক সফটওয়্যার দিয়ে। আসুন এবার আমরা কাজটি করে ফেলি।


প্রথমে KGB Archiver ডাউনলোড করুন।
এবার “Compress files” অপশান নির্বাচন করে “Next” এ ক্লিক করুন।
কোন ফাইলটি আপনি কম্প্রেসড করবেন, তা “Add Directory” থেকে দেখিয়ে দিন।
এবার একদম উপরের Archive বক্সের ডানপাশের “…” এ ক্লিক করে ফাইলটি কোথায় রাখতে চান, তা দেখিয়ে দিন।
এবার “Next” করুন।
তাহলেই কম্প্রেসড করা শুরু হয়ে যাবে। শেষ হলেই আপনাকে জানাবে।
এবার আপনি আপনার ইচ্ছা মতো কম্প্রেড করুন।

Download link

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More