আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের ভাইরাস সম্বন্ধে বলবো।আমরা সবাই কম বেশি ইন্টারনেট ব্যবহার করি।ইন্টারনেট ব্যবহার করলে বিভিন্ন সফটওয়্যার বা ফাইল কম্পিউটারে নামিয়ে (ডাউনলোড)নিতে হয়।কিন্তু নামানো্র পর যদি দেখা যায় সফটওয়্যার বা ফাইলটিতে ভাইরাস আছে,তাহলে কেমন লাগে!সফটওয়্যার নামানো্র আগেই যদি ২২টি জনপ্রিয় Antivirus সফটওয়্যার দিয়ে পরীক্ষা করে নেওয়া যেত,তবে কেমন হতো!এ জন্য যে সফটওয়্যার বা ফাইল নামাতে চান সেটির ওয়েব ঠিকানা কপি করে http://scanner.novirusthanks.org ঠিকানার ওয়েবসাইটে যান।এবারে Scan Web Address এ ক্লিক করে লিঙ্কটি paste করে Submit Addressএ ক্লিক করুন।কিছুক্ষণের মাঝে ২২টি Antivirus সফটওয়্যার ওই ঠিকানার সফটওয়্যার Scan করে ফলাফল দিবে।বোঝা যাবে সেটিতে কোনো ভাইরাস আছে কি নেই।এখানে ওই সাইটের ঠিকানা Paste করে Scan করলেও ফলাফল পাওয়া যাবে।আর যদি কম্পিউটারের কোনো ফাইল (সব্বোচ ২০ মেগাবাইট) Scan করতে চান তাহলে Scan File থেকে Browse বাটনে ক্লিক করে কম্পিউটারের ফাইলটি নির্বাচন করে Submit File করলেই হবে।
সবাই ভাল থাকবেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন