কিছু কিওয়ার্ড দিয়ে স্টার্ট মেনুর Run থেকে গুরুত্তপুর্ণ সব প্রোগ্রামেই যে একসেস করা যায় তা সবারই জানা। কিন্তু আপনার প্রয়োজনীয় প্রোগ্রাম বা ফাইল বা ফোল্ডারটিতে সহজে একসেস করবেন কিভাবে? গুরুত্তপূর্ণ প্রোগ্রাম বা ফাইল বা ফোল্ডারটিতে Run দিয়ে সহজে একসেস করতে হলে আপনাকে যা করতে হবে তা হলো_
১। Windows 2000 বা XP ব্যবহারকারীরা প্রয়োজনীয় প্রোগ্রাম বা ফাইল বা ফোল্ডারটি কপি করে আপনার যে ড্রাইভে windows ইন্সটল করা আছে সেই ড্রাইভে windows বা winnt ফোল্ডারে (x:\windows বা x:\windows\winNT Drive) সর্টকাট (shortcut) পেস্ট করুন। আর Windows 98 বা ME ব্যবহারকারীরা x:\windows\Command\Folder ডেস্টিনেশনে সর্টকাটটি পেস্ট করুন।
২। সর্টকাটটি (shortcut) রিনেম্ করে একটি সর্টকাট নাম দিন, যা Run দিয়ে একসেস করার কিওয়ার্ড।
৩। কিওয়ার্ডটি ব্যবহার করেই আপনি Run থেকে সহজে একসেস করতে পারবে।
(সংগৃহিত)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন