উবুন্টুতে ইন্টারনেট কনফিগার করা যায় দুই ভাবে।
গ্রাফিক্যাল কনফিগারেশনঃ
১। System > Preferences > Network Connections
২। Wired হতে Add বাটনে ক্লিক। Connection Name এ একটা নাম দিতে হবে (যেমন eth1)
৩। IPv4 Settings এর Method হতে Manual সিলেক্ট করতে হবে।
৪। এবার IP দেবার জন্য Add বাটনে ক্লিক করতে হবে।IP Address, Netmask, Gateway এবং DNS দিতে হবে।
৫। উবুন্টু চালু হবার পর অটোমেটিক নেটওয়ার্ক চালু হবার জন্যConnect automatically তে টিক দিতে হবে।
৬। Apply বাটনে ক্লিক করতে হবে।
টারমিনাল কনফিগারেশনঃ
১। Applications > Accessories > Terminal (অথবা Alt+F2 > gnome-terminal > Run)
২। sudo gedit /etc/network/interfaces
এবার কোন কিছু না মুছে নিছে লিখুন
auto eth1
iface eth1 inet static
address your_ip_address
netmask your_subnet_mask
gateway your_gateway
এখানে আপনার ip address, subnet mask and gateway দেবার পর save করুন।
৩। Terminal এ আবার লিখুন
sudo gedit /etc/resolv.conf
nameserver dns1_address
nameserver dns2_address (যদি একাধিক dns address থাকে)
save করে বের হয়ে আসুন। আপনার নেটওয়ার্ক কনফিগার করা শেষ। এখন আপনি Internet ব্যবহার করতে পারবেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন