পিসি লক করতে ত অনেক শুনছেন এবার চলেন শুধু পিসির মাউস এবং কি বোর্ড লক করে রাখি। বাসায় যদি পিচ্চি পুচ্চি থাকে তাহলে খুব ই কাজে দিবে। অথবা বন্ধুদের সাথে একটু মজা নিতে পারেন। নাকি ভার্সিটির পিসিগুলা লক করে রাখবেন একটু পার্ট মারতে? হাহা। এই জটিল সফটওয়্যার টি আপনার পিসির মাউস এবং কি বোর্ড লক করে রাখতে পারবে যখন আপনি চাবেন।
ইন্সটল করার পরে সিস্টেম আইকনের সাথেই একটি আইকন পাবেন সেখানে ক্লিক করলেই দেখা যাবে লক করার অপশন গুলো। খুব সহজ কাজ। আসা করি সবাই পারবেন। এখন ভাবতেছেন লক হবার পরে ত মাউস আর কিবোর্ড কাজ ই করবে না তাহলে আনলক করবেন কিভাবে? সেটির জন্য আছে পাসওয়ার্ড অ শর্টকাট বাটনের সুবিধা। শুধু মাত্র আপনার পাসওয়ার্ড টি কাজ করতে পারবে কিবোর্ডে। সেটা করার জন্য সার্ট মেন্যু থেকে সফটওয়্যার এর মাঝে দেখুন পাসওয়ার্ড টাইপের অপশন আছে।
ডাউনলোড করুন এখানে
অথবা এই টাইপের আরেকটি সফটওয়্যার Key Freeze এবং Child Lock
ও ব্যবহার করতে পারেন
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন