একটু আগে আলু ব্লগে একটা পোস্ট হয়েছে, , , নোকিয়া মোবাইল ফ্ল্যাশ মারা, , , ফ্ল্যাশ মারবেন আর কি? পড়তে পড়তেই আপনার জান অর্ধেক আজরাইল এর হাতে চলে যাবে। তাই আমি অই ভাইকে বললাম আমার পোস্ট টি দেখবেন। যাই হোক, আমি বলি, আপনি ফ্ল্যাশ মারুন। কিছুই করা লাগবে না আপনার। যা করার আপনার পিসি করবে।
একটা মাত্র সফটওয়্যার লাগবে আপনার, আর কিছুই না। download.com থেকে নোকিয়া সফটওয়্যার আপডেটার (nokia software updater ) নামের এই সফটওয়্যারটে নামিয়ে নিন। টাকা লাগবে না। আর লিঙ্ক দিলাম না। খুজে নিন। হোম পেজ এই পেয়ে জেতে পারেন খোদা সহায় থাকলে, , , , নাইলে লিখে সার্চ দিন। এবার ইন্সটল করুন। (শেখাতে হবে নাকি ) আপনার কাজ শেষ। আর কোন কস্ট নেই।
সফটওয়্যার টা চালু করুন। মোবাইল টা লাগান পিসিতে ডাটা কেবল দিয়ে। নেক্সট, কন্টিনিউ কিংবা হাবিজাবি কিছু আসলে দিয়ে দিন। সে নিজে থেকেই মোবাইলের জন্য লেটেস্ট অপারেটিং সিস্টেম খুজে করবে। (সবার শেসে বলব এই সিস্টেমের মাহাত্ত ) এবার ওকে করুন কিংবা কিছু আসলে দিয়ে দিন।
এবার পিসির কাজ ও শেষ কাজ করবে শুধু মডেম। নেট থেকে পুরো সফটওয়্যার এর একদম নতুন আপডেট নামাবে (যা কিনা এখন বাজারের কোন মোবাইলেও নেই) কিছুটা সময় লাগবে। কারন এইটা অনেক বড়। মোবাইল খুলবেন না ভুলেও। ডেড খাইতে পারে। প্রব্লেম নাইক্কা। আবার দিবেন। হয়ে যাবে। (আবার বইলেন না, এত সুজা না, ডেড হইলে ঠিক হয় না। আরে ভাই, আমি তো করছি নাকি? )
অনেক খানি সময় লাগবে এর জন্য। আমার নোকিয়া ই ৫১ মোবাইলের জন্য নেমেছিল মাত্র ! ৭৮ মেগা, টাচ সেট এর জন্য হয়তোবা ১৫০ পার হতে পারে। এর পর আর শুধু একাই সে মোবাইলে সফটওয়্যার সেট আপ করবে। বার বার মোবাইল রিস্টারট মারবে। ভয় পাবেন না। আর, সম্পূর্ণ হয়ে গেলে মোবাইল খুলে ফেলুন। পিসিতে আরো কিছু করতে চাইলে করতে দিবেন না, (অর ইচ্ছা মত নাকি হ্যা? )
(নোটিশঃ আমার মোবাইল এর তারিখ ছিল ২০০৮ এর। আমি নিজে ফ্ল্যাশ মারা পর সেটা ২০১০ হয়ে গেলো। পুরা পাংখা জিনিস তাই না? আহ, , , , , আর কিছু মে বি বলার নেই। সফটওয়্যার ডউনলোড করাটাই আসল। বাকি কাজ ও যদি বলে দেওয়া লাগে, , , তাইলে আপনার ফেলাশ মারন লাগবো না গো ভাই, , , ,
বিদায় আইজকার লাগি
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন