আজকে আপনাদের আমি যে সফটওয়্যারটির কথা বলব তা মুভি প্রেমিক এবং সংগ্রাহকদের অনেক কাজে লাগবে আশা করছি। সফটওয়্যারটিকে কেবল আপনার মভির ফোল্ডারটি দেখিয়ে দিলেই তা ফোলডারটি স্ক্যান করে তারপর IMDb (internet movie database) থেকে মুভির কভার পেইজ, রেটিংস এবং তথ্য সংগ্রহ করে তা সাজিয়ে ফেলে। আমি মুলত এমন একটি সফটওয়্যার খুঁজছিলাম যেটি মুভিকে জেনার এবং রেটিংস এর ভিত্তিতে সাজাতে পারে, কারন একেক সময় আমার একেক জেনারের মুভি দেখতে ভাল লাগে যা সাজানো না থাকলে কয়েকশ মুভি থেকে বের করা কঠিন। তাই খোঁজা খুঁজি শুরু করলাম এমন একটি সফটওয়্যার। হাজারো Movie organizer সফটওয়্যার এর ভিড়ে অনেক কষ্টে এই সফটওয়্যারটিকে খুঁজে পেলাম যা কিনা আমার পুরো পুরি মনের মত। আর সবচেয়ে আনন্দের বিষয় সফটওয়্যারটি হল একদম ফ্রী।
সফটওয়্যারটি হল Movie monkey. সরাসরি ডাউনলোড করুন
http://download.cnet.com/Movie-Monkey/3000-31714_4-75452420.html
http://getmoviemonkey.com/sdf35_6t3/MovieMonkey-1.2.exe
ইন্সটল করা হলে-
File>Import movies এ যান। আপনার মুভির ফোল্ডারটি দেখিয়ে দিন এবং Open দিন।
ইন্টারনেট কানেকশন ওপেন রাখুন যাতে সারভার থেকে তথ্য ডাউনলোড করতে পারে। কিছু মুভির নামের বানান ভুল থাকলে বা কোন এক্সটেনশন(dvdrip, xvid, dvdscr etc) থাকলে তা সব মুভি adding এর শেষে আপনাকে জানাবে, যে এই সব মুভিগুলো এ্যাড করা হয়নি এবং গেস করা নাম গুলো ও আপনাকে দেখাবে। আপনি চাইলে নাম পরিবর্তন ও করতে পারেন এবং তারপর এ্যাড করতে পারেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন