আমাদের মাঝে অনেকেই এই অপশনটি খুজে পাই না। HIBERNATE অপশন অন করে রাখলে পিসি ঠিক ই অন থাকবে কিন্তু কারেন্ট বিল বলতে গেলে উঠবেই না।
১. Start Menu -> Run এ regedit লিখে এন্টার দিন। রেজিস্ট্রি এডিটর চালু হবে।
২. HKEY_LOCAL_MACHINE -> SOFTWARE -> POLICIES -> MICROSOFT -> WINDOWS এ ক্লিক করুন।
৩. মাউসের right বাটন ক্লিক করে new-key সিলেক্ট করুন। এবং rename করুন system নামে।
৪. system থেকে আবার new-key সিলেক্ট করুন। এবং rename করুন shutdown নামে।
৫. এবার ডান পাশে right বাটন ক্লিক করে new-dword value সিলেক্ট করুন। এবং rename করুন ShowHibernateButton নামে।
৬. ShowHibernateButton এ মাউসের right বাটন চেপে সিলেক্ট করুন modify। value data ইনপুট করুন 1। এবার বের হয়ে আসুন।
৭. shutdown এ গিয়ে দেখুন আপনার কাজ হয়ে গেছে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন