আমাদের মাঝে মাঝে খুব সমস্যায় পড়তে হয় সফটওয়্যার এর লাইসেন্স কি বা সিরিয়াল কি নিয়ে? কেমন হত যদি একবার সার্চ দিয়ে সিরিয়াল কি খুজে বের করতে পারতেন? আজ এমনই একটি টিপস দিব, যদিও অনেকেই জানেন তারপরেও হয়তো নতুনদের কাজে লাগবে।
আমরা গুগল এ 94FBR এই কি ওয়ার্ড এর সাহায্যে ক্র্যাক বা লাইসেন্স কি খুজে বের করতে পারি। প্রথমে google.com বাবাজির কাছে যাবেন। তারপর উনার কানে কানে বলতে হবে সফটওয়্যার টির নাম তারপর সেই ম্যাজিক ওয়ার্ড 94FBR. এই ভাবে “internet download manager”94FBR. তারপর গুগল বাবাজি দেখাবে এই টা
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন