**Overclocking কি ?
Overclocking হচ্ছে আপনার কম্পিউটার এর hardware গুলো কে তার প্রস্তুতকারির প্রদত্ত speed/ performance এর থেকে বেশী speed/ performance এ পরিচালনা করা । অর্থাৎ company গুলো যে rate এবং speed এ আপনার computer এর hardware গুলকে চালানোর guarantee দেয় তার থেকে বেশী আদায় করে নেয়া ।
Overclocking একটি বিজ্ঞানের চেয়ে একটি শিল্প বেশি । আসলে কোন system এর জন্য এ কোন নির্দিষ্ট মাপকাঠি নেই যার দারা নিশ্চয়তা দেওয়া যায় যে এতে system টি maximum performance দিবে । পরীক্ষা করতে ভয় পাবেন না, কিন্তু না আমি সবসময় ধীরে চলো নীতির সমর্থক ।
☻ FSB কি ?
☺ FSB হচ্ছে Front Side Bus যা System Bus নামেও পরিচিত এবং প্রধান মেমরি সঙ্গে CPU-র সাথে সংযোগ এবং অন্যান্য উপাদান কম্পিউটারের মধ্যে সংযোগ করতে ব্যবহৃত হয়। বিভিন্ন প্রসেসর নির্ভর করে, FSB 66 MHz থেকে 500MHZ অথবা তার থেকেও বেশী হতে পারে । অর্থাৎ Rated FSB , quad pumped প্রসেসরে 476MHz থেকে 2000MHz এবং বেশী ও হতে পারে ।
এই টিউটোরিয়াল জুড়ে মনে রাখবেন, বহিরাগত ক্লক স্পীড কে সাধারনত FSB হিসেবে ধরা হয়েছে ।কারণ, নতুন প্রসেসর গুলো quad pumped । তার মানে এই, প্রসেসর গুলোর Rated FSB মূল FSB থেকে 4 গুণ বেশী । ধরুন যদি FSB হয় 333MHz তখন, Rated FSB হবে 333MHz * 4 = 1333MHz। কিন্তু আপনাকে Rated FSB সম্পর্কে চিন্তা করতে হবে না. আপনাকে শুধুমাত্র "FSB" সম্পর্কে জানতে হবে । কারণ BIOS আপনাকে শুধুমাত্র FSB edit করতে দিবে । Rated FSB আপনি edit করতে পারবেন না ।
মনে রাখবেন Rated FSB = FSB*4
☻ BIOS এ Overclocking
☺ অনেক motherboard company , overclocking softwear দিয়ে থাকে। তবে overclocking সাধারনত BIOS থেকেই করা টা বেস্ট ।
☻ limitations / সিমাবদ্ধতা
☺আপনার সিস্টেমের overclocking প্রক্রিয়া টি ,আপনার মাদারবোর্ডের limit, প্রসেসরের limit, ram limit এর সম্মুখীন হবেন. PSU এবং আপনার সিস্টেমের শীতলীকরণের overclocking প্রসেস প্রভাবিত করবে. ।
☻basic জ্ঞান
☺ প্রথমত , সঠিকভাবে আপনার মাদারবোর্ডের manual পড়ুন। নিশ্চিত করুন যে আপনি আপনার BIOS বৈশিষ্ট্য সম্পর্কে সবকিছু জানতে এবং কিভাবে আপনার BIOS রিসেট করতে হয় যদি আপনার PC রিস্টার্ট দিতেই থাকে বা স্বাভাবিকভাবে রিবুট না করে.
এখন আসি formula তে । formula টি নিম্নরুপ
CPU Speed = CPU Multiplier x Front Side Bus [FSB]
উদাহরণস্বরূপ E7200 এর default speed হচ্ছে 2.53GHz.
এখানে default FSB হচ্ছে 266 MHz এবং default multiplier হচ্ছে 9.5
তাহলে , [266MHz*9.5]= 2530MHz=2.53GHz
বেশ কিছু প্রসেসরের multipliers লক করা থাকে । তার মানে আপনি multipliers বাড়াতে বা কমাতে পারবেন না । কিছু ক্ষেত্রে, আপনি শুধুমাত্র Multiplier কমাতে পারবেন। কিছু প্রসেসর গুলোর ক্ষেত্রে, আপনি multipliers দুটিই বাড়াতে এবং কমাতে পারবেন।
☻Memory Bandwidth কি ?
☺DDR = Dual Data Rate। আপনি যদি DDR, DDR2, DDR3 RAM ব্যবহার করেন , তাহলে আপনার BIOS , RAM / DRAM এর ফ্রিকোয়েন্সি (RAM-এর অর্ধেক স্পীড হচ্ছে Rated DDR ) বা প্রকৃত DDR স্পীড উপস্থাপন করবে ।
☻ Memory Devider কি ?
☺ CPU ও RAM-র অনুপাত কে divider বলে . এই অনুপাত এর জন্য,আমরা প্রকৃত মেমরি স্পীড কে বেবহার করব Rated স্পীড কে না !
☻BIOS settings
☺সমস্ত BIOS না এক রকম. কিছু বৈশিষ্ট্য ভিন্ন মাদারবোর্ড ভিন্ন নামে থাকে । কয়েকটিতে লুকানো থাকে কয়েকটিতে থাকেই না। আপনি সেগুলো নিজের বের করে নিতে পারবেন এবং এটা তেমন কঠিন হবে না । এটা বলার অপেক্ষা রাখে না যে আপনার motherboard BIOS টা তার মত সাজিয়ে রাখবে । BIOS এ প্রবেশ করুন এবং নিম্নলিখিত অপশনগুলি খুজে বের করুন । অধিকাংশ মাদারবোর্ডে সিস্টেম start up এর সময় DEL কি টিপে অ্যাক্সেস করা যায় । BIOS অপশনগুলির মধ্য Browse করুন ও পরিচিত হয়ে নিন । জানতে চেষ্টা করুন আপনার motherboard এ কোন অপশন hidden আছে কিনা ।যদি থাকে তাহলে জানার চেষ্টা করুন কোন বাটন এ তা আনলক হবে। সাধারনত Ctrl + F1 অধিকাংশ ক্ষেত্রে কাজ করে । যদি না করে তবে "Enter advanced options" এর মত একটা অপশন থাকবে ।
এখন আমরা কিছু বেসিক সেটিং ঠিক করবে. [এগুল কিন্তু overclocking এর জন্য না তবে overclock করতে পরে প্রয়োজন হবে ]
প্রথমেই নিচের সেটিং টাকে Disable করুন ঃ
C1E, Max CPUID value limit , Vanderpool, SpeedStep/EIST, Legacy USB, Spread Spectrum.
C1E এবং Speedstep/EIST এগুল হচ্ছে power saving এর অপশন । আপনি পরে এগুল enable করতে পারেন যদি দেখেন যে overclock স্থিতিশীল অবস্থায় আছে ।
এবার নিচের সেটিং টাকে enable করুন ঃ
CPU TM function/TM2 function, EDB/ Execute disable bit, PECI.
ফার্স্ট টাইম এর জন্য voltage এবং ram timing auto তে দেওয়া এ ভালো। তবে যদি AI থাকে তবে manual এ দিয়ে AI সিলেক্ট করা বেশী ভালো ।
এখন আমরা overclock করব। আমি overclocking এর জন্য একটা E7200 বেবহার করব যার default FSB 266.
প্রথমেই PCI Express Frequency 100 MHz এ সিলেক্ট করে নিন । অটো করেন না ভুলেও :|
PCI Clock Synchronization এ 33.33 MHz বেবহার করেন । আবারো অটো বেবহার করবেন না ।
DRAM Frequency- এটা আপনার RAM এর স্পীড । এটা cpu FSB এর সাথে সমানুপাতিক হারে change হবে । খেয়াল রাখবেন জেন আপনার ram এর স্পীড আসল স্পীড এর থেকে বেশী জেন না দেন । ভালো ভালো motherboard FSB এর জন্য বেশ কিছু অপশন দেয় বা দিয়ে থাকে ।
ধরুন আপনি একটা 300 MHz FSB বেবহার করছেন। তাহলে এর অনুপাতগুল হবে নিম্নরুপ
1. FSB : DRAM
2. 1:1 = 320 MHz : 640 MHz
3. 4:5 = 320 MHz : 800 MHz
4. 2:3 = 320 MHz : 960 MHz
5. 5:8 = 320 MHz : 1024 MHz
6. 3:5 = 320 MHz : 1066 MHz
7. 1:2 = 320 MHz : 1280 MHz
যদি আপনি 333 MHz FSB বেবহার করে থাকে সে ক্ষেত্রে হবে নিম্নরুপ
1. FSB : DRAM
2. 1:1 = 333 MHz : 667 MHz
3. 4:5 = 333 MHz : 833 MHz
4. 2:3 = 333 MHz : 1000 MHz
5. 5:8 = 333 MHz : 1066 MHz
6. 3:5 = 333 MHz : 1111 MHz
7. 1:2 = 333 MHz : 1333 MHz
400 MHz এর ক্ষেত্রে ঃ
1. FSB : DRAM
2. 1:1 = 400 MHz : 800 MHz
3. 4:5 = 400 MHz : 1000 MHz
4. 2:3 = 400 MHz : 1200 MHz
5. 5:8 = 400 MHz : 1280 MHz
6. 3:5 = 400 MHz : 1333 MHz
7. 1:2 = 400 MHz : 1600 MHz
এ ছাড়া যদি আপনার অন্য MHz এর FSB হয় সে ক্ষেত্রে আপনি নিচের formula প্রয়গ করে অনুপাত গুলো নিজেই বের করে ফেলতে পারবেন
DRAM Final Clockrate = [2 x FSB]/Divider
এখন ram timings এবং ram voltages auto তে সেট করুন কারন আমরা এখন ই রাম overclock করব না । যদি আপনি প্রথম এই কাজ করে থাকেন তবে ভুলেও nortbrige voltage এর ধারে কাছে জাবেন না ।
এখন আপনি default cpu voltage বা cpu vcore এর reading তা নিন । [ এটা সাধারনত ০ হয় ] এখন এটা কথাও লিখে রাখেন । এবং default cpu voltage বা cpu vcore manual এ সেট করুন । এখন value চাইলে এই মাত্র জেই reading তা কাগযে লিখেছেন তা লিখে দিন ।
এখন আমরা FSB কে বাড়াবো কিন্তু খুব এ কম মাত্রাই । ধরুন 5-10 MHz এ । খেয়াল রাখবেন ram জেন overclock না হয়ে যায় ! এখন PC Restart দিন । যদি দেখেন পিসি স্বাভাবিক ভাবেই boot করছে তাহলে আবার ও এই পদ্ধতি তে FSB বারান। এটা আপনি করতেই থাকবেন জতখন না PC নিজে থেকে automatically rest করে দিচ্ছে । Reset করে দিলেই বুঝবেন আপনার আগের ধাপ তাই হচ্ছে ম্যাক্সিমাম FSB. [ যদি কোন ভাবেই FSB বাড়াতে না পারেন তবে PCI-E frequency বাড়িয়ে চেষ্টা করুন । 120 MHz পর্যন্ত এটা বাড়ানো নিরাপদ ]
এখন vcore. BIOS থেকে vcore বাড়ানো শুরু করা যাক। কিন্তু খেয়াল রাখবেন নতুন হলে কখনই 1.25v এর বেশী vram বারাবেন না । ঝানু ইউজার 1.5v এও পিসি ছালাই কিন্তু আপনি তো আর ঝানু না এখন vcore বাড়ানোর পর যদি PC ঠিকঠাক ভাবে কাজ করে তবে মিনিমাম ২ ঘণ্টার জন্য OCCT run করান । এটা Stability check । যদি OCCT fail করে তবে fsb কিছু তা কমিয়ে নিন জতখন না stable হবে । stable হলে Intel Burn Test এর 5 cycle পর্যন্ত পরিক্ষা করুন । এখন ম্যাক্সিমাম তাপমাত্রার একটা reading পাবেন । যদি এটা 55 degree Celsius অথবা তার বেশী হয় তবে vcore হাল্কা কমিয়ে আবার ও আগের পদ্ধতি গুলো অনুশরন করুন জতখন না তাপমাত্রা ৫৫ এর নিছে নামে ।
নতুন হলে ২০% এর বেশী overclock করা মতেও উচিত হবে না । বার বার করতে থাকলে যখন আপনার অভিজ্ঞতা হবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কতো টুকু overclock করা উচিত
যদি আপনি উপরের সবগুলো ধাপ ঠিকঠাক ভাবে পরে থাকেন এবং তা অনুসরন করে থাকেন তবে আপনি ঠিক ভাবে এবং সফল ভাবে আপনার পিসি overclock করতে পারবেন ।
বিঃ দ্রঃ overclocking আপনার hardwear জন্য আসলেই খতিকারক হতে পারে যদি না আপনি ঠিক ঠাক ভাবে এটা করতে পারেন এবং একারনে আপনার harwear এর warranty ও বাতিল হয়ে যেতে পারে । তাই আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি আপনার পিসি তে overclock করবেন তবে তা নিজের রিস্ক এ করবেন । কিন্তু আপনি যদি ঠিক ভাবে সব করতে পারেন তবে overclock কিন্তু একটা চমৎকার এবং কাজের জিনিস ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন