নানা কারনে অনেক সময় ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়।
তবে নিরাপত্তা ব্যবস্থা সবল করে হ্যাকিংয়ের আশংকা দূর করা যায়।আপনার ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা ব্যবস্থা সবল না র্দূবল তা আপনি যাচাই করে নিতে পারেন।এজন্য ফেসবুকে লগইন করে www.facebook.com/update_security_info.php?wizard= 1&src=netego ঠিকানায় যান।যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা ব্যবস্থা সবল হয় তাহলে Strong (সবুজ রং চিহ্নিত) লেখা থাকবে।যদি নিরাপত্তা ব্যবস্থা দূর্বল হয় তাহলে low (লাল রং চিহ্নিত) লেখা থাকবে।এরকম নিরাপত্তা ব্যবস্থা সবল করার জন্য আপনাকে তিনটি অপশন দেয়া হবে।প্রথম অপশন থেকে আপনি ফেসবুক অ্যাকাউ্ন্েট একাধিক মেইল যোগ করবেন।দ্বিতীয় অপশনে ফেসবুক অ্যাকাউন্টে আপনার মোবাইল ফোন bv¤^vi যোগ করতে হবে।তৃতীয় অপশনে নিরাপত্তা প্রশ্ন যোগ করুন।মনে রাখবেন,হ্যাকাররা সাধারনত প্রথমে ইমেইল আইডি হ্যাক করার চেষ্টা করে।উপরোক্ত ধাপগুলো পূরন করলে আপনার ফেসবুক আইডি হ্যাক হলেও তা পুনরুদ্ধারের সম্ভাবনা থাকবে।এছাড়া উপরে ডানে Account /Account Settings/Account Security- অপশনে গিয়ে ডান পাশের change অপশনের চেকবক্সগুলোতে টিক চিহ্ন দিয়ে সেভ করুন।এরপর থেকে ফেসবুকে লগইন করলে Name New Computer নামে একটি পেজ আসবে।এখানে কম্পিউটারের যেকোন একটি নাম দিয়ে Continue বাটনে ক্লীক করুন।এখন থেকে আপনার ফেসবুক আইডি লগইন করলে আপনার ইমেইল এবং মোবাইল bv¤^v‡i (যদি মোবাইল অপারেটর ফেসবুক এসএমএস সাপোর্ট করে) একটি বার্তা আসবে।ঐ বার্তাতে লেখা থাকবে সর্বশেষ কখন কোন সময় কোন নাম দিয়ে আপনার ফেসবুক আইডিটি লগইন করা হয়েছে।যদি আপনি উক্ত নাম দিয়ে ফেসবুকে লগইন করে না থাকেন তাহলে দ্রুত ফেসবুকের পাসওয়ার্ড বদলে ফেলুন।নিরাপত্তার জন্য আপনি আরো কিছু বিষয় খেয়াল করতে পারেন।যেমন,ফেসবুকে কেউ আপনাকে সন্দেহজনক কোন লিংকে ক্লীক করতে বললে সে লিংকে ক্লীক করবেন না।ফেসবুক প্রোফাইলে অপ্রয়োজনীয় অথবা সন্দেহজনক কোন Application যোগ করবেন না।ফেসবুক Application কিছু কিছু স্প্যাম ছড়িয়ে দিতে ভূমিকা রাখে ।আপনার প্রোফাইলে যোগ করা এর তালিকা account/privacy settings/edit your settings(application and website) অপশনে গিয়ে দেখতে পারবেন।এখান app you use ট্যাবের Remove অপশনে ক্লীক করুন এবং সন্দেহজনক Application তালিকা থেকে বাদ দিয়ে দিন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন