সব সময় ব্যবহার করা হয় এমন Program এর Shortcut আমরা Desktop এ রাখি এবং অনেক সময় এর পরিমান এতো বেশী হয় যে, যা দেখতে খারাপ দেখায়। যদি এগুলোকে একটি মেনু বা Toolbar বানিয়ে Taskbar এ রেখে তা ব্যবহার করা যায় তা হলো অনেক ভাল হয়। তা হলে শুরু করা যাক।
যা করতে হবে তা হলো,
১। প্রথমে Desktop এ ১টি Folder তৈরী করুন। যে কোন নামে, মনে করি Folder টির নাম My Program।
২। তার পর Desktop এ Shortcut গুলো Copy অথবা Cut করে My program নামক Folder এ Paste করুন।
৩। তারপর Taskbar এ Mouse এর রাইট বাটন ক্লিক করে Toolbars -> New Toolbar... এ ক্লিক করুন।
৪। তারপর Desktop থেকে My program নামক Folder টি সিলেক্ট করে Ok দিন।
এখন দেখুন Taskbar এর ডান দিকে আপনার তৈরী করা Toolbar বা মেনু।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন