নতুন খবরঃ >> যারা ফরেক্স (Forex Trading) করে রিস্ক ছাড়াই নিশ্চিত আয় করতে চান বা শিখতে আগ্রহী, তাদের জন্যে সুখবর। শুরু হলো সম্পুর্ন অনলাইন ভিত্তিক ফরেক্স ট্রেডিং প্রশিক্ষন কোর্স। বিস্তারিত দেখুন এখানে।
>> সবার অনুরোধে আলাদা একটি ব্লগ তৈরী করে দিলাম। যাতে যে কোন ব্যাপারে আরও বেশি আলোচনা করা যায় এবং মুলত যারা ডলার ক্রয়-বিক্রয় করার কথা ভাবছেন তারাও এখানে বিজ্ঞাপন দিতে পারেন। বিস্তারিত দেখুন এখানে।
ভুমিকাঃ অনলাইনে এ আয় করার পদ্ধতি কে আপাতত দুই ভাবে ভাগ করছি। এক ইনভেস্টমেন্ট ছাড়া এবং দুই ইনভেস্টমেন্ট সহ। ইনভেস্টমেন্ট ছাড়া আয় করা মোটেই সহজ নয় তার জন্যে আপনাকে কাজ করতে হবে এবং তার পিছনে সময় ব্যয় করতে হবে আর ইনভেস্ট করে আয় করাটা বেশ সহজ বলা যায়। তাই আমি এখন ইনভেস্ট করে আয় করা সম্পর্কে আলোচনা করবো। ইনভেস্ট কে আবার দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ফরেক্স এ ইনভেস্ট আর একটি হচ্ছে ইনভেস্টমেন্ট সাইট এ ইনভেস্ট। তবে আপাতত শুধু ইভেস্ট নিয়ে আলোচনা করছি আর ফরেক্স নিয়ে বিস্তারিত এখানে বলা আছে।
ইনভেস্ট নিয়ে কিছু বলতে গেলে সর্ব প্রথম যে কথা গুলো বলা দরকার তা হলো, ইনভেস্ট করে যে কেউ কয়েকদিনেই বড় লোক হয়ে যেতে পারেন আবার কয়েক মিনিটেই ইনভেস্ট এর সব টাকা হারিয়ে পথে বসে যেতে পারেন। সব কিছুই নির্ভর করবে আপনি কোথায় ইনভেস্ট করছেন তার উপর। তবে ইনভেস্ট করার আগে একটি কথা সব সময় মনে রাখবেন যে ইনভেস্ট মানেই হচ্ছে রিস্ক। তবে কোথাও একটু বেশি আবার কোথাও কম। রিস্ক এর পরিমান ১% থেকে ১০০% পর্যন্ত হতে পারে। তবে ০% রিস্ক এরকম সাইট কখনোই খুজে পাওয়া যাবে না। তবে তারপরেও ইনভেস্ট করেও অনেক কিছু করা সম্ভব কারন কিছু কোম্পানী ব্যাবসা করার জন্যে মাঠে নামে। তাই তারা আপনার টাকা দিয়ে বিজনেস করে আপনাকেই লাভ দিয়ে যাবে। তবে প্রতিদিনই ইনভেস্টমেন্ট এর নতুন নতুন সাইট বা প্রোগ্রাম চালু হচ্ছে। তার মধ্যে যে সব গুলোই খারাপ হবে তা নয়। দুই একটা ভালো থাকবে। তবে আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে বা কিছু বিষয় সম্পর্কে ভালো ধারনা থাকা লাগবে।
ইনভেস্ট করার পুর্বে যে জিনিস গুলো জেনে নিবেনঃ
১। প্রথমেই আপনাকে জানতে হবে ঐ কোম্পানী আপনাকে কেমন লাভ দিবে? কোন কোম্পানী তাদের নিজেদের ক্ষতি করে আপনাকে লাভ দিবে না। সব কোম্পানীই আগে নিজেদের লাভ এর কথা চিন্তা করে। তাই আগে দেখে নিবেন যে তাদের লাভ এর পরিমান খুব বেশি কিনা। যদি খুব বেশি হয় তা হলে বুঝবেন যে সেই কোম্পানী বেশি দিন টিকবে না। আর যদি কম দেয় তা হলে বুঝে নিবেন যে তারা ব্যাবসা করার জন্যেই এসেছে। সুতরাং অল্প হলেও তারা লাভ দিয়ে যাবে।
২। ইনভেস্টমেন্ট এর যে প্রোগ্রাম বা সাইট গুলো আছে তার বেশির ভাগই ভুয়া। অর্থাৎ ব্যাপার টা এরকম যে আজ আছে কাল নেই। তারা আসবে। এবং আপনাকে অধিক লাভ দিবে। আপনি ঐ লাভ পেয়ে আপনি আরো দশ জন কে বলে ইনভেস্ট করাবেন এবং নিজেও বেশি ইনভেস্ট করবেন, তারপর কোম্পানী আপনার সব টাকা-পয়সা নিয়ে হাওয়া হয়ে যাবে। ১০০ টার মধ্যে ৯০ টি সাইট এর উদ্দেশ্য এরকমই থাকে। তাই আপনাকে আগে বুঝতে হবে তাদের উদ্দেশ্য টা কি?
৩। এরকম ইনভেস্টমেন্ট এর সাইট বানানো খুবই সহজ। চাইলে আমি নিজেই বানিয়ে অপারেট করতে পারি। এবং স্ক্রিপ্ট কিনতেও পাওয়া যায়। তাই চাইলে যে কেউ বানিয়ে নিতে পারে। এবং বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন সে যদি চাই ঐ সাইট খুব সহজেই ওপারেট করতে পারে এবং যখন তখন সাইট ঘুটিয়ে ফেলতে পারে। সুতরাং ইনভেস্ট করার পুর্বে তাদের কোন অফিস আছে কিনা তা যাচাই করে দেখবেন। প্রয়োজনে Contuct us, About us এই জাতিও পেজ থেকে থেকে নিতে পারেন। যারা এরকম অফিসিয়াল এড্রেস দেয় তারা সত্যি সত্যি বিজনেস করার জন্যেই আসে। তাই তাদের স্ক্যাম বা বন্ধ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।
৪। আপনি যেখানে ইনভেস্ট করবেন তারা টাকা টা নিয়ে কি করবে? তারা আপনাকে কোথা থেকে লাভ দিবে? এটাও জানা জরুরি। অবশ্য তারা যদি সত্যিই ব্যাবসা করার উদ্দেশে আসে তা হলে অবশ্যই আপনাকে অনেক কম লাভ দিবে। এবং এই ধরনের সাইট গুলো সাধারনত ফরেক্স ট্রেড করে সেখান থেকে যা লাভ পায় তা থেকে মেম্বারদের মধ্যে ভাগ করে দেয়।
সব উপরোক্ত বিষয় গুলো খেয়াল করে ইনভেস্ট করলে ঠকার সম্ভাবনা কম থাকে।
ইনভেস্ট করার মতন খুব ভালো এবং জনপ্রিয় কিছু সাইট হলোঃ
১।ম্যাক্র ট্রেইড। এটা সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
২।রিপ্রোফিন্যান্স। এটা সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
৩।নিয়োপ্রোগ্রেস। এটা সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আমার মতে কোন একটি তে বেশি না করে সব গুলো সাইটেই ইনভেস্ট করে রাখা ভালো।
উপরের গুলোতে তো অন্যের কাছে ইনভেস্ট করছেন কিন্তু ফরেক্স একটু ভিন্নঃ
৩। ফরেক্স ট্রেইড (এটা সম্পুর্ন আলাদা বিজনেস। নিজের ইনভেস্ট নিজের নিয়ন্ত্রয়নে থাকবে বিস্তারিত এখানে দেখুন)
যে ওয়েবসাইট গুলো থেকে সাবধান থাকবেন বা ইনভেস্ট করবেন না। সেই গুলো নিচে দেওয়া হলঃ
১। ক্লাব-এস্টেরিয়া। এটা অনেক জনপ্রিয় ছিল কিন্তু এটার প্রফিট নির্দিষ্ট নয় তাই এখন প্রফিট খুবই কম দিচ্ছে তাই আপাতত ওটা তে ইনভেস্ট করার দরকার নেই। বিস্তারিত জানতে এখান থেকে ক্লিক করুন।
২। সেইফ ডিপোজিটারি। এটাও এই মুহুর্তে স্ক্যাম হয়ে গেছে বলে ধারনা করছি। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন