নকিয়া পৃথিবীর এক নাম্বর মোবাইল ফোন কোম্পানী। বেশী বিক্রির তালিকায় এখনো নোকিয়া। আর সেরা অপারেটিং দিক থেকে সিম্বিয়ান কোন অংশেই পিছিয়ে নেই। যেমন নোকিয়া ৫৮০০, নোকিয়া এন-৮, নোকিয়া ই-৭ এবং এরকম অনেক জনপ্রিয় মোবাইলের অপারেটিং সিস্টেম হল সিম্বিয়ান। নো।কিয়ার আরও যেসব অপারেটিং সিস্টেম এর মোবাইল আছে তা হল, জাভা, মায়েমো, মিগো এবং সর্বশেষ উইন্ডোজ-৭ … আর সকল মডেল এর কথা বিবেচনা করে এই এপ্লিকেশনটি তৈরি করা হয়েছে । কি আছে এই এপ্লিকেশনটিতে ? এটি একটি ওয়েব বেইসড এপ্লিকেশন। এই এপ্লিকেশন এর ব্যবহার কারীরা খুব সহজেই বাংলাদেশের প্রধান প্রধান আকর্ষনীয় স্থান গুলোকে খুজে পাবেন। দেখতে পারেন স্থানটির পিকচার। জানতে পারবেন স্থানটি কোথায় অবস্থিত এবং কিভাবে যেতে পারবেন। সেখানে কোন হোটেল আছে কিনা এবং থাকলে তাদের বর্ণনা এবং ফোন নাম্বার ও ওয়েব ঠিকানা। বিশেষ করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি করতে এরকম এপ্লিকেশনের বিকল্প কিছু হতে পারেনা। এই এপ্লিকেশনটি এখন নোকিয়া অভি স্টোর থেকে ফ্রীতে ডাউনলোড করতে পারবেন। আপনি যদি কোন হোটেল বা কোন পার্কের কর্তৃপক্ষ হয়ে থাকেন, তবে আপনার জন্যে আছে বিশেষ সুবিধা। আপনি এই এপ্লিকেশন টিতে আপনার হোটেল এর বর্ণনা দিতে পারবেন। এপ্লিকেশন এর ডেভলোপার এর সাথে যোগাযোগ এর মেইলঃ bd_visit@yahoo.com , মাত্র কয়েক মাসেই এটি প্রায় এক লাখের মতো ডাউনলোড হয়েছে শুধু ovi store থেকে। Download Link(nokia Touch Screen): http://store.ovi.com/content/49989 and others Model: http://store.ovi.com/publisher/world%20Travel/
স্ক্রীন শট দেখুনঃ
এছাড়াও লক্ষাধিক ডাউনলোড হয়েছে বিভিন্ন ফাইল শেয়ারিং সাইট থেকে।
নোকিয়া স্টোর থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। Bangladesh লিখে সার্চ
করুন পেয়ে যাবেন। এপ্লিকেশন নামঃ Bangladesh Tour Plan ( Bangladesh
Trip Adviser )
http://store.ovi.com/publisher/world%2520Travel/
নন নোকিয়া মোবাইলে এই এপ্লিকেশনটি পেতে, অপেরা মিনি ওপেন করে লিখুনঃ
http://goo.gl/4jZVl
Source of post: http://groups.google.com/group/blog_adsense
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন