এখন অনলাইনে টাকা আয় করার জন্যে সবাই পাগল হয়ে যাচ্ছে। ভাল কথা, সেটা দেশের অর্থনীতির জন্য খুবই উপকারি। কিন্তু তাদের ৯৯% ভাগই ব্যর্থ হয়ে ফিরে আসে। কারন একটাই, বাঙ্গালী হুজুগে পাগল। তাই তারা সুযোগ কাজে লাগাতে পারেনি। পিটিসি বা এমএলএম এর মত স্কাম সাইট গুলোতে অযথা সময় নষ্ট না করে এখনি কাজে লেগে পড়ুন। সাফল্য আসবেই। অটুট লক্ষ্যএবং কাজ এই দুটোই পাড়ে সাফেল্যর মুখ দেখাতে। আপনি জানেন কি পিটিসি আপনার কতো ক্ষতি করছে ? না জনলে গুগলে সার্চ করে দেখুন… উত্তর পেয়ে যাবেন। আমার মতে নতুন দের জন্যে সবচেয়ে ভাল মাধ্যম হল গুগল এডসেন্স। যদিও একাউন্টস পাওয়া সোনার হরিণের মতো কিন্তু অসাধ্য না। কোন রূপ ভ্রান্ত ধারনা বা কোন প্রকার লোভে পা দিবেন না। যারা প্রোগ্রামিং জানেন না বা শিখতে আছেন তাদের জন্যে শুধুমাত্র ব্লগে লিখে এবং এডসেন্সের এডস থেকে আয় হতে পারে একমাত্র নির্ভরযোগ্য ও নিরাপদ উপায়। পাশাপাশি শিখতে থাকুন ওয়েব ডিজাইন, ওয়েব ডেভলপমেন্ট বা সিএমএস, ফটোশপ। আপনি সফল হবেনই। আপনার যা লাগবে ? একটা ব্লগ লাগবে। ব্লগস্পট হল এডসেন্সের জন্যে সবচেয়ে উপযোগী প্লাটফর্ম। অবশ্য ইংরেজি ভাষায় ব্লগ তৈরি করবেন। এডসেন্স বা গুগলের নিয়ম বহির্ভূত ভাবে না বানিয়ে সঠিক নিয়মে তৈরি করুন। প্রতিদিন একটু একটু করে কাজ করতে থাকুন। সাথে সিইও এর কাজও করুন। দেখবেন এক সময় শত শত ভিজিটর আসবে আপনার ব্লগে শুধুমাত্র গুগল সার্চ রেজাল্টস থেকে। তখন এডসেন্স থেকে পর্যাপ্ত পরিমাণে আয় করা কোন ব্যাপার না। এর সাথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো শিখতে থাকুন যদি ওয়েব ডেভলোপার বা ওয়েব ডিজাইনার হতে চান। ডুল্যান্সার বা পিটিসি জাতীয় ভূয়া সাইট গুলোর দিকে যদি মনোনিবেশ করে থাকেন তবে তাদের কে বলবো আমার এই লেখা আপনার জন্যে নয়। আপনি আপনার পিটিসি নিয়ে থাকুন। আপনার জন্যে এই পোস্ট টি পারফেক্ট। বর্তমানে বাংলাদেশে অনেকেই আছেন, যারা প্রতি মাসে এডসেন্স থেকে শত শত ডলার আয় করতেছেন। আর সারা পৃথিবীতে গুগল এডসেন্স হল সবচেয়ে নির্ভর এবং নিরাপদ পেমেন্ট কারী সংস্থা। তাই এখানে প্রতারিত হবার কোন আশংকা নাই। প্রমান হিসেবে আমার নিজের একটি চেকে স্ক্রিন শট দিলাম দেখে নিন। যারা আমার গুগল গ্রুপে যোগ দিতে চান তারা এখানে ক্লিক করতে পারেন। সেখানে আপনি এডসেন্স, ব্লগ, ইউনিক কন্টেন্ট এবং সিইও এর ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। আপনার প্রশ্ন করার সুযোগ রয়েছে। পোস্ট টি কেমন লাগলো জানাবেন। যাতে আগামীতে এরকম পোস্ট আরও করতে পারি। ধন্যবাদ সবাইকে…
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন