আসসালামু আলাইকুম

রবিবার, ২৫ মার্চ, ২০১২

পেনড্রাইভে ফাইল প্রদর্শিত না হলে কী করবেন?

সাধারনত ভাইরাসের খপ্পরে পড়লে পেনড্রাইভের ফাইল আপনার অনিচ্ছাতেও অদৃশ্য হয়ে সিস্টেম ফাইল বনে যায়। দেখা যায়, পেনড্রাইভে আপনি ফাইল রেখেছিলেন ঠিকই, কিন্তু কেন যেন সেগুলো বেমালুম গায়েব, সেগুলোর জায়গায় রয়েছে স্রেফ কতগুলো শর্টকাট! অথচ পেনড্রাইভের জায়গা কিন্তু ঠিকই দখল করে নিয়েছে হারিয়ে যাওয়া ফাইল গুলো। কি, মুখোমুখি হয়েছেন এমন সমস্যার? দুটো পদ্ধতিতে এই সমস্যাটির সমাধান করব আমরা।

প্রথম পদ্ধতিঃ

ইউএসবি পোর্টে আপনার পেনড্রাইভটি প্রবেশ করান।

1. ক্লিক করুন Start মেন্যুর আইকনে। সেখান থেকে নির্বাচন করুন Control Panel>Folder Options>View.

2. “Show hidden files and folders” লেখাটির পাশের বৃত্তটিতে ক্লিক করুন.

3. “Hide protected operating system files (Recommended)” লেখাটির পাশের বক্স থেকে ক্লিক করে টিক চিহ্নটি উঠিয়ে দিন.

4. Apply নির্বাচন করে OK ক্লিক করুন।

এবার আপনার পেনড্রাইভে অদৃশ্য হয়ে যাওয়া ফাইল শো করবে। তবে দাঁড়ান এক মুহূর্ত! ভাবছেন “এতো আমি জানিই! আর এভাবে তো ফাইল গুলো শুধু শো করে। হাইড হয়ে যাওয়ার দরুন ফাইলগুলোর অস্পষ্টতা তো থেকেই যায়!” ঠিকই বলেছেন আপনি। তবে এটা কিন্তু আমার পোস্টের আসল অংশ নয় । উপরের ধাপটি কম্পিউটার নির্ভর, অর্থাৎ যে কম্পিউটারে উপরের ধাপটি সম্পন্ন করা হবে, শুধু সেই কম্পিউটারেই অদৃশ্য হয়ে যাওয়া ফাইল গুলো প্রদর্শিত হবে, পেনড্রাইভে কোন লাভ হবেনা, অন্য কম্পিউটারে সেই পেনড্রাইভ প্রবেশ করালে সেই কম্পিউটার উপরের ধাপটি সম্পন্ন না করা পর্যন্ত অদৃশ্য হয়ে যাওয়া ফাইল গুলো প্রদর্শিত হবেওনা। এছাড়াও, উপরের ধাপ গুলোর আলোকে কাজ করলে প্রতিটি হার্ডডিস্কে System Volume Information আর RECYCLER নামে দুটো সিস্টেম ফোল্ডার শো করে, দেখতে দৃষ্টিকটু লাগে। এদুটোকে দেখে তো অনেকে আবার এক ধাপ বেশি বুঝে “ভাইরাস!” বলে বলে নাক আর চোখের পানি এক করে ফেলতেও পেছপা হয়না! আশ্বস্ত করছি, ভাইরাস না। আপনাদের জন্য আমার পোস্টের আসল অংশ শুরু করছি।



আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি মাত্র ৩৯ কিলোবাইটের ফ্রিওয়্যার তার ওপর পোর্টেবল একটি সফটওয়ারের সাথে।

নামঃ HiddenFileTool

ভার্শনঃ 2.0.2.136

কাজ শুরুর আগে ডাউনলোড করে নিন নিচের লিংক থেকে।



ফাইলের নামঃ HiddenFileTool 2.0.2.136

লিঙ্কঃ http://www.mediafire.com/?fo9flvxf7fy1g6g



দ্বিতীয় পদ্ধতিঃ

১. সফটওয়্যারটি Open করুন।

২. “Search in” বক্সের পাশে “Browse” বাটনে ক্লিক করে আপনার ইউএসবি পোর্টে প্রবেশকৃত পেনড্রাইভটি নির্বাচন করে OK ক্লিক করুন।

৩. “Attributes” অপশনের নিচ থেকে Hidden, System, Read only, এই তিনটি বক্সে ক্লিক করে টিক চিহ্ন দিন। এরপর “Search” বাটনটিতে ক্লিক করুন।

৪. উইন্ডোতে আপনার পেনড্রাইভে ভাইরাসের কারনে অদৃশ্য কিংবা সিস্টেম ফাইল হয়ে যাওয়া Super Hidden ফাইল গুলোর তালিকা প্রদর্শিত হবে।

৫. সবগুলো ফাইলকে নির্বাচন করতে তালিকার নিচে ক্লিক করে মাউসের লেফট বাটনটি চেপে ধরে কার্সর টিকে থেকে টেনে উপরে নিয়ে যান। অথবা, একটি একটি করে ফাইল নির্বাচন করতে Ctrl চেপে ধরে আপনার কাঙ্ক্ষিত ফাইলগুলোতে ক্লিক করুন।

[Ctrl+A ব্যবহার করে সবগুলো ফাইল নির্বাচন করার অপশনটি এই সফটওয়্যারে কাজ করবেনা। তেমনি ভাবে, উপর থেকে চেপে ধরে সবগুলো ফাইল নির্বাচন করা যাবেনা।]

৬. “Set Attribute” অপশনের নিচে থাকা “Apply” বাটনটিতে ক্লিক করুন।

৭. এবার আপনার পেনড্রাইভটি Open করুন।

কি, অদৃশ্য হয়ে যাওয়া সমস্ত ফাইল স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি এখনো?

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More