সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আরো একটা পোস্ট । আজকে দিলাম একটা সফটওয়্যার ।নাম mp3 cutter ।যারা পছন্দের গানের কোন অংশ রিং টোন করে রাখতে চান তারা খুব সহজেই এর সাহায্যে তা করতে পারবেন বিট অপরিবর্তিত রেখেই । স্ক্রীনশট দেখে সহজেই এখন শুরু করুন পছন্দের রিংটোন বানানো ।
পছন্দের গান কেটে বানিয়ে ফেলুন রিংটোন।
পোষ্টটি পড়েছেন 9,714 জন 02 May 2011 হাসান 9 টি মন্তব্য হয়েছে
Share
12
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আরো একটা পোস্ট । আজকে দিলাম একটা সফটওয়্যার ।নাম mp3 cutter ।যারা পছন্দের গানের কোন অংশ রিং টোন করে রাখতে চান তারা খুব সহজেই এর সাহায্যে তা করতে পারবেন বিট অপরিবর্তিত রেখেই । স্ক্রীনশট দেখে সহজেই এখন শুরু করুন পছন্দের রিংটোন বানানো ।
1. প্রথমে অপেন এ গিয়ে একটা ফাইল ওপেন করুন ।
2. যেখান থেকে কাটতে চান ক্লিক Set start.
3. যে পর্যন্ত কাটতে চান ক্লিক Set end
4. সেভ করুন Save selection।
ডাউনলোডের জন্য ক্লিক নীচে ক্লিক করুন।
সাইজ ৬.৬ মেগাবাইট।
ফ্রী সফটয়ার।
ডাউনলোড
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন