আসসালামু আলাইকুম

রবিবার, ২৫ মার্চ, ২০১২

একটি মজিলা ফায়ারফক্স দিয়ে একাধিক ফেসবুক/জিমেইল আইডিতে লগইন করুন

অনেকের এখন কয়েকটা ফেসবুক একাউন্ট আছে। পার্সোনাল কাজে অথবা মার্কেটিং এর কাজে আমরা একাধিক ফেসবুক আইদি ইউস করে থাকি তাই না? কিন্তু খুব বিরক্ত লাগে যখন বার বার সাইন আউট করতে হয় বিভিন্য আইদি চেক করার জন্য। তাই এই সমস্যার সমাধান নিয়ে হাজির হলাম আজকে। এখন থেকে আপনি মজিলার ছোট একটি এড অন্স দিয়েই একাধিক ফেসবুকে লগইন করতে পারবেন খুব সহজেই।আরেকটি কথা হল যে এটি দিয়ে আপনি জিমেইল অরকুট ও একাধিক আইডি ব্যবহার করতে পারবেন (ইয়াহু মেইল ট্রাই করি নাই তবে কাজ করার কথা)

ইন্সটলঃ-

১। এই পেজে যান এখানে ক্লিক করে তারপরে multifox এড অন্স টি আপনার মজিলাতে ইন্সটল করুন।

২। Firefox টি এখন রিস্টার্ট দিন।

ব্যবহারঃ-


একটি মজিলা ফায়ারফক্স দিয়ে একাধিক ফেসবুক/জিমেইল আইডিতে লগইন করুন
পোষ্টটি পড়েছেন 3,172 জন 11 February 2012 পুদিনা পাতা 6 টি মন্তব্য হয়েছে
Share

অনেকের এখন কয়েকটা ফেসবুক একাউন্ট আছে। পার্সোনাল কাজে অথবা মার্কেটিং এর কাজে আমরা একাধিক ফেসবুক আইদি ইউস করে থাকি তাই না? কিন্তু খুব বিরক্ত লাগে যখন বার বার সাইন আউট করতে হয় বিভিন্য আইদি চেক করার জন্য। তাই এই সমস্যার সমাধান নিয়ে হাজির হলাম আজকে। এখন থেকে আপনি মজিলার ছোট একটি এড অন্স দিয়েই একাধিক ফেসবুকে লগইন করতে পারবেন খুব সহজেই।আরেকটি কথা হল যে এটি দিয়ে আপনি জিমেইল অরকুট ও একাধিক আইডি ব্যবহার করতে পারবেন (ইয়াহু মেইল ট্রাই করি নাই তবে কাজ করার কথা)

ইন্সটলঃ-

১। এই পেজে যান এখানে ক্লিক করে তারপরে multifox এড অন্স টি আপনার মজিলাতে ইন্সটল করুন।

২। Firefox টি এখন রিস্টার্ট দিন।

ব্যবহারঃ-

3. File এ ক্লিক করে “New Identity Profile” এর মাঝে ক্লিক করুন
4. আবার facebook ওপেন করে নিজের ২য় একাউন্ট এর ডিটেলস দিন।
5. একি ভাবে gmail বা orkut ইউস করতে পারবেন

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More