আসসালামু আলাইকুম

মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২

সহজ উপায়ে পিসির ইউজার পাসওয়ার্ড হ্যাক

শুভ অপরাহ্ণ । আমার টিউনের শিরোনামটা হতে পারত ইউজার পাসওয়ার্ড পুনরুদ্ধার । কেউ যদি তার নিজের কম্পিউটারে এই পদ্ধতিটা ব্যবহার করেন সেক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য তবে কেউ যদি অপরের কম্পিউটারে এটা প্রয়োগ করেন তবে সেটা অবশ্যই হ্যাকিং এর আওতায় পড়ে কারন হ্যাকিং এর মুল সংজ্ঞাই হল অনুমতিহীন অনুপ্রবেশ । যাই হোক, কেউ যদি নিজের কম্পিউটারে দেয়া পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন বা কারো ইউজার পাসওয়ার্ড ভেঙ্গে তার পিসি এক্সেস করতে চান তবে নিচের এই সহজ ধাপগুলো অনুসরন করুনঃ

# আপনার পিসিকে Safe mode এ অন করুন । (Safe mode এ রান করাতে হলে পিসির সুইচ অন করে bios message প্রদর্শন করার পরে F8 বাটন চাপুন তারপর Menu থেকে Safe mode সিলেক্ট করে এন্টার চাপুন)।

# এবার Login Screen আসলে Administration সিলেক্ট করুন । এতে কম্পিউটারটি Safe mode এ চালু হবে ।

# এখন Start>Settings>Control panel এ ক্লিক করুন । নিচের মত উইন্ডো আসবে-

# User accounts এ ক্লিক করুন ।

# or pick an account to change এর নিচে user account(বা কোন নামও হতে পারে, এখানে mrkm…com আছে) সিলেক্ট করুন । তারপর-

# Remove password এ ক্লিক করুন । সর্বশেষ,

# Remove password এ ক্লিক করুন ।

এখন কম্পিউটারটি Restart করুন । দেখুন কোন রকম পাসওয়ার্ড ছাড়াই পিসি অন হয়ে গেছে ।

আপনি চাইলে পুরনো পাসওয়ার্ডটিও খুজে বের করতে পারেন যা Microsoft তার system32 ফোল্ডারের ভিতর সেভ করে রাখে তবে এজন্য আপনাকে প্রোগ্রামিং কোড সম্বন্ধে কিছু ধারনা থাকতে হবে। এ ব্যপারে আরেকটি টিউনে বিস্তারিত লিখব । আজ এ পর্যন্তই । ধন্যবাদ সবাইকে ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More