আসসালামু আলাইকুম

মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২

কিভাবে টাস্ক Manager , Folder Options and Registry editor in windows ওপেন করবেন ?

কিছু কিছু কম্পিউটারে যখন একই সাথে Alt+ctrl+del চাপা হয় তখন অনেক সময় task manager চালু হয়না । আবার registry editor এ প্রবেশ করতে গেলে বলে যে (Regitry Editor has been Disable by Administrator ) । এগুলো হয় malware attack এর কারনে । কখন কখন Hidden Files and Folder ও দেখা সম্ভব হয় না । সাধারনত আপনি My Computer এ ক্লিক করে windows explorer open করেন ।

তারপর নিচের কাজ টুকু করেন -

select tools > Folder options > view তারপর show hidden files,folder এ ক্লিক করেন ।
windows 7 & vista – My Computer এ ক্লিক করে windows explorer open করেন ।

click organise ” select folder and search options”
তারপর tick দিন “show hidden files,folder ….”
কিন্তু malware attack হলে এটা সম্ভব হয় না । তখন কি করবেন ??? এমন অবস্থায় আপনি নিচের পদ্ধতি অবলম্বন করতে পারেন ।

RegistryFix.exe application টি enable করে নিতে পারেন ।নিচে লিঙ্ক দিলাম –

http://www.mediafire.com/?0q6i5wg7h9rb9v7

TaskManagerFix.exe application ব্যাবহার করে Task manager এনাবল করতে পারেন ।

http://www.mediafire.com/?vz8t3vyy3le7z9c

এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন তারপর ডাবল ক্লিক করেন ।

PC তে Hidden Folders(in folder options) শো না করলে এই আপ্লিকেশান টি চালান ।

এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন তারপর repair e ক্লিক করেন ।

http://www.mediafire.com/?xpz5qoah43eb322

প্রথম পোস্টটি পরার জন্য ধন্যবাদ ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More