আসসালামু আলাইকুম

মঙ্গলবার, ৮ মে, ২০১২

একটি দৃষ্টিনন্দন বিজনেস কার্ড তৈরির টিউটোরিয়াল



business cards vector layouts একটি দৃষ্টিনন্দন বিজনেস কার্ড তৈরির টিউটোরিয়াল
প্রিয় পাঠক আসা করি ভাল আছেন এবং আমার টিউটোরিয়াল গুলো নিয়মিত পড়ছেন। আমি চেষ্টা করছি ভালো কিছু শেয়ার করার জন্য। জানিনা আপনারা আমার লিখা কতটুক আপন করে নিয়েছেন। মন্তব্য করে আপনার মতামত জানান আমাকে। আজকে আমরা এখন একটি দৃষ্টিনন্দন বিজনেস কার্ড তৈরির কৌশল দেখব যেটি করা হয়েছে অত্যন্ত জনপ্রিয় সফটওয়্যার ফটোশপ এর মাধ্যমে। আর এর সর্বশেষ প্রিভিউ হবে নিচের চিত্রের ন্যায়।
 img 20 একটি দৃষ্টিনন্দন বিজনেস কার্ড তৈরির টিউটোরিয়াল
১. ফটোশপে ৩.২৫X২.২৫ সাইজের একটি নতুন ডকুমেন্ট খুলুন। কালার কোড #18142B দ্বারা পূর্ন করুন।
img 1 একটি দৃষ্টিনন্দন বিজনেস কার্ড তৈরির টিউটোরিয়াল
২. Filter > Noise > Add Noise কমান্ডগুলো ধারাবাহিকভাবে অনুসরন করুন।
img 1ext একটি দৃষ্টিনন্দন বিজনেস কার্ড তৈরির টিউটোরিয়াল
৩. এবার চারিদিকে ০.১২৫ পরিমান জায়গা রেখে একটি গাইড তৈরি করুন। পরবর্তীতে নতুন একটি লেয়ার নিন এবং ব্রাশ টুল সিলেক্ট করে ৫০০ পিক্সেল সাইজ নিয়ে সাদা কালারের মাধ্যমে নিচের চিত্রের ন্যায় একবার প্রেস করুন।
img 2 একটি দৃষ্টিনন্দন বিজনেস কার্ড তৈরির টিউটোরিয়াল
৪. Rectangular Marquee Tool সিলেক্ট করে প্রায় অর্ধেক পরিমান অংশের একটি সিলেকশন করুন এবং Ctr+T ক্লিক করে নিচের চিত্রের ন্যায় স্থানান্তর করুন। এবার লেয়ার প্যালেট থেকে Mode Overlay এবং Opacity 15% করে দিন।
img 3 একটি দৃষ্টিনন্দন বিজনেস কার্ড তৈরির টিউটোরিয়াল
৫. এতক্ষন যে লেয়ারটি নিয়ে কাজ করা হল তার একটি ডুপ্লিকেট কপি করে নিচের চিত্রের মত নির্দিষ্ট স্থানে রাখুন। এবং পূর্বের মত করে আবার ব্রাশ টুল সিলেক্ট করে আগের চেয়ে একটু উজ্জল কালার নিয়ে একবার প্রেস করুন।
img 4 একটি দৃষ্টিনন্দন বিজনেস কার্ড তৈরির টিউটোরিয়াল
৬. পূর্বের মত করে আবার ব্রাশ টুল সিলেক্ট করে আগের চেয়ে একটু উজ্জল কালার নিয়ে একবার প্রেস করুন।
img 4ext একটি দৃষ্টিনন্দন বিজনেস কার্ড তৈরির টিউটোরিয়াল
৭. এবার রেডিয়াস ১০ দ্বারা চিত্রের ন্যায় যেকোন কালারের একটি সেপ তৈরি করুন এবং নিচের কমান্ডগুলো অনুসরন করুন।
img 5 একটি দৃষ্টিনন্দন বিজনেস কার্ড তৈরির টিউটোরিয়াল
img 6 একটি দৃষ্টিনন্দন বিজনেস কার্ড তৈরির টিউটোরিয়াল
img 7 একটি দৃষ্টিনন্দন বিজনেস কার্ড তৈরির টিউটোরিয়াল
img 8 একটি দৃষ্টিনন্দন বিজনেস কার্ড তৈরির টিউটোরিয়াল
img 9 একটি দৃষ্টিনন্দন বিজনেস কার্ড তৈরির টিউটোরিয়াল
৮. এখন আপনার নির্ধারিত লেখাটুকু টাইপ টুলের মাধ্যমে লিখে একটু কারুকাজ করার জন্য নিচের স্টাইল দুটো অনুসরন করুন।
img 10 একটি দৃষ্টিনন্দন বিজনেস কার্ড তৈরির টিউটোরিয়াল
img 11 একটি দৃষ্টিনন্দন বিজনেস কার্ড তৈরির টিউটোরিয়াল
img 12 একটি দৃষ্টিনন্দন বিজনেস কার্ড তৈরির টিউটোরিয়াল
৯. পাশে একটি GO বাটন যুক্ত করার জন্য নতুন লেয়ার নিয়ে তার ওপরে একটি সিলেকশন তৈরি করুন এবং নিচের লেয়ার লেয়ার স্টাইলটি অনুসরন করুন।
img 13 একটি দৃষ্টিনন্দন বিজনেস কার্ড তৈরির টিউটোরিয়াল
img 14 একটি দৃষ্টিনন্দন বিজনেস কার্ড তৈরির টিউটোরিয়াল
img 15 একটি দৃষ্টিনন্দন বিজনেস কার্ড তৈরির টিউটোরিয়াল
img 16 একটি দৃষ্টিনন্দন বিজনেস কার্ড তৈরির টিউটোরিয়াল
১০. কাষ্টম সেপ থেকে এ্যারো সিলেক্ট করে সেটি তৈরি করুন এবং একই লেয়ার স্টাইলের মাধ্যেম ব্যাকগ্রাউন্ড এর সাথে কালারের সমন্বয় করুন। প্রয়োজনে এই লেয়ারটিকে ৯ নং এ তৈরিকৃত লেয়ারের নিচে নামিয়ে দিন।
img 17 একটি দৃষ্টিনন্দন বিজনেস কার্ড তৈরির টিউটোরিয়াল
১১. সবশেষে Go লিখে নিচের স্টাইল দুটি অনুসরন করলেই পেয়ে যাবেন আপনার ফাইনাল প্রিভিউ।
img 18 একটি দৃষ্টিনন্দন বিজনেস কার্ড তৈরির টিউটোরিয়াল
img 19 একটি দৃষ্টিনন্দন বিজনেস কার্ড তৈরির টিউটোরিয়াল
img 20 একটি দৃষ্টিনন্দন বিজনেস কার্ড তৈরির টিউটোরিয়াল
সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি…..

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More