আসসালামু আলাইকুম

মঙ্গলবার, ৮ মে, ২০১২

Driver Genius Professional 11: ড্রাইভারের সিডি ছাড়াই পিসির ড্রাইভার গুলো ইন্সটল,ব্যাকআপ,আপডেট করুন।


আসসালামু আলাইকুম ও নমস্কার সবাইকে।  আশা করি সবাই ভালই আছেন।। icon biggrin Driver Genius Professional 11: ড্রাইভারের সিডি ছাড়াই পিসির ড্রাইভার গুলো ইন্সটল,ব্যাকআপ,আপডেট করুন।
আপনার পুরনো ড্রাইভার গুলো মাঝে মধ্যে ঝামেলা করে থাকে যার জন্য আপনাকে বেশ বিপদে পড়তে হয়। icon sad Driver Genius Professional 11: ড্রাইভারের সিডি ছাড়াই পিসির ড্রাইভার গুলো ইন্সটল,ব্যাকআপ,আপডেট করুন।  মাঝে মধ্যে ড্রাইভার ক্রাস ও করে। Driver Genius Professional 11 দিয়ে আপনি কোন ঝামেলা বাদেই আপনার
ড্রাইভার গুলো ইন্সটল ও আপডেট করতে পারবেন। icon biggrin Driver Genius Professional 11: ড্রাইভারের সিডি ছাড়াই পিসির ড্রাইভার গুলো ইন্সটল,ব্যাকআপ,আপডেট করুন।
আশা করি অনেকে Driver Genius Professional এর আগের ভার্সন গুলো ইউজ করেছেন। আর যারা করেননি, তাদের জন্য একটু বিস্তারিত দিচ্ছি।
Driver Genius Professional 11 মূলত একটি ড্রাইভার ম্যানেজমেন্ট টুল, যেটি দিয়ে আপনি ড্রাইভার ইন্সটল , আপডেট বা ব্যাকআপ করে রাখতে পারবেন।

cats Driver Genius Professional 11: ড্রাইভারের সিডি ছাড়াই পিসির ড্রাইভার গুলো ইন্সটল,ব্যাকআপ,আপডেট করুন।
Driver Genius এর ফিচার সমূহওঃ
১. সিডি ছাড়াই যেকোনো ড্রাইভার ইন্সটল করতে পারবেন। পিসি সেট আপ দেয়ার পরে শুধু সফটওয়্যারটি তে ক্লিক করে আপনার ড্রাইভার গুলো ঝামেলা ছাড়াই ইন্সটল করতে পারবেন।
২. ড্রাইভারগুলোর ব্যাক আপ রাখতে পারবেন।
৩. Driver Genius Pro 11 এর ডাটাবেসে ৬০০০০ টিরও বেশি মাদারবোর্ড, সাউন্ড কার্ড, LAN কার্ড (নেটওয়ার্ক কার্ড), ভিডিও কার্ড, মডেম, মাউস, কীবোর্ড, স্ক্যানার, প্রিন্টার ইত্যাদির ইনফো রয়েছে। যার
মাধ্যমে আরও দ্রুত যেকোনো ড্রাইভার ইন্সটল করা যায়। icon biggrin Driver Genius Professional 11: ড্রাইভারের সিডি ছাড়াই পিসির ড্রাইভার গুলো ইন্সটল,ব্যাকআপ,আপডেট করুন।
৪. আপনার ড্রাইভার গুলো আপডেট করতে পারবেন।
৫. Driver Genius Pro 11 দিয়ে আপনার পুরনো ড্রাইভার গুলো Uninstall করতে পারবেন।
Driver Genius Pro 11 তে নতুন ফিচার গুলোঃ
১. সব নতুন ড্রাইভার গুলো ডাউনলোড করতে পারবেন। সাথে ড্রাইভার অটো আপডেটের অপশন।
২. ড্রাইভার এর ফিচার গুলো স্ক্যানের সময় প্রিভিউ ট্যাব সো করবে।
৩. ড্রাইভার ম্যানেজার দিয়ে আপনি ড্রাইভার গুলোর সকল ইনফো জানতে পারবেন। যেমনঃ ব্যাটারির চার্জ , বা অন্য কোন সেন্সর ড্রাইভ এর কন্ডিশন।
৪. হার্ডওয়্যার এর পারফর্মেন্স ৩০% পর্যন্ত দ্রুত করতে পারে।
৫. সফটওয়্যার গুলো লোডিং টাইম ৫০% পর্যন্ত দ্রুত করতে পারে।
এখন ভেবে দেখুন, ডাউনলোড করলে লাভ হবে না ক্ষতি হবে আপনার?? Driver Genius Professional 11 এর ফুল ভার্সন নিয়ে নিন এখনই। icon biggrin Driver Genius Professional 11: ড্রাইভারের সিডি ছাড়াই পিসির ড্রাইভার গুলো ইন্সটল,ব্যাকআপ,আপডেট করুন।
ডাউনলোড লিংকঃ
Dwnld2 Driver Genius Professional 11: ড্রাইভারের সিডি ছাড়াই পিসির ড্রাইভার গুলো ইন্সটল,ব্যাকআপ,আপডেট করুন।
ক্রাক ডাউনলোড লিংকঃ
Dwnld3 Driver Genius Professional 11: ড্রাইভারের সিডি ছাড়াই পিসির ড্রাইভার গুলো ইন্সটল,ব্যাকআপ,আপডেট করুন।
catsddc Driver Genius Professional 11: ড্রাইভারের সিডি ছাড়াই পিসির ড্রাইভার গুলো ইন্সটল,ব্যাকআপ,আপডেট করুন।
Download বা Download All এ ক্লিক করে ড্রাইভ গুলো ডাউনলোড করা শুরু করুন।catsddas 1024x640 Driver Genius Professional 11: ড্রাইভারের সিডি ছাড়াই পিসির ড্রাইভার গুলো ইন্সটল,ব্যাকআপ,আপডেট করুন।
ডাউনলোড শেষ হলে Install এ ক্লিক করে ড্রাইভার গুলো ইন্সটল করে নিন। (ছবিটি আমার পিসি থেকে নেয়া। যাদের প্রব্লেম হচ্ছে তাদের জন্য।)
আপনাদের সকলকে অনেক ধন্যবাদ সময় নিয়ে টিপসটি পড়বার জন্য। ভুলত্রুটি হলে ক্ষমা করবেন। icon smile Driver Genius Professional 11: ড্রাইভারের সিডি ছাড়াই পিসির ড্রাইভার গুলো ইন্সটল,ব্যাকআপ,আপডেট করুন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More