বিসমিল্লাহির রাহমানির রাহীম…
কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালই আছেন। আজ আপনাদের সাথে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার দ্রুত ও সবচে সহজ পদ্ধতিটি শেয়ার করব।
(এই পদ্ধতিতে আপনি অন্যান্য সাইট থেকেও ডাউনলোড করতে পারবেন আমি শুধু ইউটিউব টা উদাহরন হিসেবে লিখলাম)
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে কত ঝঞ্জালই না পোহাতে হয় আমাদের। এই সেই add-on ইনসটল কর, এইসাইটে গিয়ে লিঙ্ক দাও তারপর সে তোমাকে ডাউনলোড লিঙ্ক দিবে, এই সফট সেই সফট কত পদ্ধতিই না আছে আর কত ঝামেলা। যাদের আইডিএম আছে তাদের জন্য একটু সহজ হলেও মাঝে মাঝে এটাও ভিডিও ক্যাচ করতে পারে না। তাই আপনাদের জন্যই এই ট্রিক।
পদ্ধতিঃ
প্রথমে আপনি যেই ভিডিওটি ডাউনলোড করতে চান সেই লিঙ্কে যান এবং লিঙ্কের সামনে ”www.” এর পরিবর্তে ”www.” এর যায়গায় ”ss” (ডবল এস) যোগ করুন। নিচের ছবিটি দেখলেই পরিষ্কার হবে…
www. কেটে ss যোগ করুন।
এবার enter চাপুন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন।
আপনার কাজ শেষ!!! এখন আপনার পছন্দ মত ফরমেটে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নিন!
এখন ডাউনলোড করুন
”ss” এর পরিবর্তে আপনি লিঙ্কের সামনে “savefrom.net/” অথবা “sfrom.net/” যোগ করেও ডাউনলোড করতে পারেন।
এবার দেখেনিন এর পদ্ধতিতে আপনি কোন কোন সাইট থেকে ডাউনলোড করতে পারবেন।
যেসকল সাইট থেকে এই পদ্ধতিতে ডাউনলোড করতে পারবেন।
আপনি ইচ্ছে করলে add-on-ও লাগিয়ে নিতে পারেন আপনার ব্রাউজারে এবং ব্যাবহার করতে পারেন।
(Opera 11 – 12, Google Chrome, Safari, Internet Explorer, Maxthon)
(Opera 11 – 12, Google Chrome, Safari, Internet Explorer, Maxthon)
Add-on and extensions
extention এর সাহায্যে ডাউনলোড
সবশেষে, সাপোর্ট করা সাইট গুলোর সামনে যদি “savefrom.net/” অথবা “sfrom.net/” লিখে কাজ না হয় তবে এই লিঙ্কে গিয়ে শুধু
আপনার ডাউনলোডের ফাইলটির লিঙ্ক পেস্ট করে ডাউনলোডে ক্লিক করুন। আর ডাউনলোড করুন।
আপনার ডাউনলোডের ফাইলটির লিঙ্ক পেস্ট করে ডাউনলোডে ক্লিক করুন। আর ডাউনলোড করুন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন