আসসালামু আলাইকুম

বুধবার, ১১ জুলাই, ২০১২

গ্রামীনফোনের মেগাবাইট হ্যাক করুন! P4 Service দিয়ে এবার Unlimited ডাউনলোড করুন সবকিছু!!!

সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমাদের ৫৩ তম পোস্টে জযেন করার জন্য সবাইকে অভিনন্দন। আজ একটি ছোট্ট পোস্ট উপহার দিয়ে আজকের দিনের মত পোস্টের কাজ শেষ করব।
হাল সময়ে আমরা সবাই বিভিন্ন ডিভাইসে নেট ব্যবহার করে থাকি যেমন- ডেস্কটপ পিসি, ট্যাবলয়েড ও মোবাইল ডিভাইসে। অবশ্য এই সকল ডিভাইসে নেট ব্যবহার করতে বিভিন্ন সার্ভিস প্রোভাইডারের নেট ব্যবহার করে থাকি যেমন- জিপি, রবি, বাংলালিংক, এয়ারটেল ইত্যাদি। যারা শহুরে এলাকাতে থাকেন তারা বিশেষত বাংলালায়ন, ওলো ও কিউবি সংযোগ ব্যবহার করে থাকেন। তবে এই কথা সত্যি যে, দেশের প্রায় ৮০% ব্যবহারকারী মোবাইল অপারেটরদের নেট সংযোগ ব্যবহার করে থাকেন।
 বর্তমানে সকল মোবাইল অপারেটরদের বিভিন্ন অাকর্ষনীয় ইন্টারনেট প্যাকেজ রয়েছে যেমন- প্রতিদিনের, মাসিক, সাপ্তাহিক, আনলিমিটেড এবং কয়েকটি ভলিউম প্যাক। আসলে মোবাইল কোম্পানীর এই সকল ইন্টারনেট প্যাকেজ মিলিয়ে প্রায় ২০ টির উপরে রয়েছে যা আমাদের মত ব্যবহারকারীদের মনে রাখা অনেকটা কষ্ট সাধ্য। তবে অনেকেই আনলিমিটেড কিংবা প্রিপেইড ভলিউম প্যাকেজ ব্যবহার করে থাকেন। আরেকটি ব্যাপার আমরা যে প্রোভাইডারের নেট সংযোগ ব্যবহার করি না কেন তা মূল্য হিসাবে অনেক বেশী। সহজভাবে বলা যায় যে, ইন্টারনেট ব্যবহার এখনো আমাদের নিকট সুলভ মূল্য হয়ে উঠেনি। যেমন- আপনি যদি প্রফেশনাল ইউজার হোক তাহলে ১/৩ গিগাবাইট শেষ করতে ৫ দিনের বেশী লাগবেনা।
উদাহরন হিসাবে বলছি- আমার নেটে বিভিন্ন লাইনের কাজ করতে হয় যেমন- ফ্রিল্যান্স সাইট, পিসিহেল্প লাইনে ব্লগ করা, নিজের কিছু সাইটে টপিস করা এবং ডাউনলোড করতে পূর্বে ১/৩ গিগাবাইট প্যাকেজ ৩ দিনের বেশী যেত না। পরিশেষে বাধ্য হয়ে এখন আনলিমিটেড সংযোগ ব্যবহার করছি। আবার আনলিমিটেড সংযোগ ব্যবহার করতে গিয়ে আরেক ঝামেলা যেমন- গ্রামীন ও রবিতে ৫ গিগাবাইট ব্যবহারের পর ডাউনলোড স্পীড কমে যায় (ফেয়ার ইউসেজ হিসাবে)। তবে আনলিমিটেড হিসাবে বাংলালিংক ও এয়ারটেল ভাল। কারন এখানে তেমন কোন ফেয়ার ইউসেজ পলিসী নাই। তবে এখানে রবি ও জিপি থেকে নেট স্পীড কিছুটা যেমন- ১০-১৫ KBPS কম থাকে।
মাসে মূলত নেট ব্যবহার করতে সর্বনিম্ন ৫০০/- চলে যায়। আমার মত যারা শিক্ষার্থী তাদের কাছে কিন্তু এই ৫০০/- টাকার মূল্য অনেক বেশী। কেননা, ৫০০/- দ্বারা হলের ৩ মাসের ভাড়া পরিশোধ করা যাবে। সেখানে অনেকে বলবেন যে, এত টাকা দিয়ে নেট ব্যবহারের কি প্রয়োজন আছে? অবশ্য যারা ফ্রিল্যান্স বা ইনকাম সাইটে কাজ করেন তাদের কাছে বিষয়টা অন্যরকম/মামুলী ব্যাপার!

বর্তমানে নেট স্পীডর দিক দিয়ে জিপি ও রবির সার্ভিস অনেক ভাল। তবে অন্য সকল অপারেটরদের তুলনায় এর খরচ বেশী।
আমি ও আমার বন্ধুরা রাজশাহীতে বাংলা লায়ন ব্যবহার করে থাকি পাশাপাশী জিপির বিভিন্ন সার্ভিস ব্যবহার করে থাকি।
আজকের পোস্টে জিপির একটি সার্ভিসের কথা বলব যেখানে আপনি আনলিমিটেড সব কিছু ডাউনলোড করতে পারবেন। এই টপিসটি আমি মাসে ২ বার ব্যবহার করে থাকি মূলত অনেক কিছু ডাউনলোড করার জন্য। আশা করি আপনাদেরও কাজে আসবে। এই সার্ভিসটি হযত অনেকে ব্যবহার করছেন কিংবা টপিসটি জানেন। তবে যারা এই টপিসটি জানেন না পোস্টটি শুধুমাত্র তাদের জন্য।
বর্তমানে গ্রামীনফোনের P4 Service টি আমাদের কাছ হতে দারুন সাড়া পেয়েছে। অনেকেই আজকাল Cyber-Cafe তে না গিয়ে সেই টাকা দিয়ে P4 Service চালাচ্ছে। কিন্তু যারা ডাউনলোড করতে ভালাবাসে তারা গ্রামীনফোনের এই অফারে পুরো সন্তুষ্ট নয় কারন এই অফারে আমাদের Limitation আছে এবং তা হল 150 MB.
কিন্তু অসন্তোষের বেলা আজ শেষ হতে চলেছে।এখন থেকে আপনারা P4 Service দিয়ে আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন। কি সেই জাদুকরী ট্রিক?? না না আসলে এটা কোনো ট্রিক নয়। আপনাকে কোনো কিছুই করতে হবে না। কেবল আপনি আপনার মত ডাউনলোড অথবা ব্রাউজ চালিয়ে যাবেন Limitation এর কথা ভাবার কোনো দরকারই নাই। দেখবেন 150 MB এর উপরে ডাউনলোড চলে গেলেও আপনার নেট Disconnect হবে না এবং ব্যালেন্স থেকেও অতিরিক্ত টাকা খরচ হবে না।
অবশ্য এই সার্ভিসটি আমি প্রায় ৪ মাসের বেশী সময় ধরে ব্যবহার করছি। যেমন- আজ আমি রাত 12:10 am এ P4 Service (গতকাল) Activate করে ডাউনলোড দিয়ে ঘুমিয়ে পড়েছি সকাল পর্যন্ত ডাউনলোড হয়েছে ৬৮৫ MB । এখনও ডাউনলোড চলছে এবং রাত 11:59 pm পর্যন্ত চলবে।
এর মধ্য কি রহস্য আছে?
আসলে  কি হয়েছিল জানেন, যখন এই অফারটি দেয়া হয় ঠিক শুরুর দিকে তখন একদিন আমি এই অফারটি Activate করে বেশ কিছু ডাউনলোড করি। তারপর হঠাৎ Limitation এর কথা মনে পড়ল। আমি কাষ্টমার কেয়ার-এ কল করলাম। তাদের কাছে আমি কতটুকু নেট ব্যবহার করেছি তা জানতে চাইলাম। তারা বলল তাদের জানার কোনো সিষ্টেম নেই। তখনই আমার মনে সন্দেহ সৃষ্টি হল। তারপর অনেকদিন চলে গেল। ইতিমধ্যেই আমার সকল বন্ধু একবার হলেও এই অফারটি চালিয়ে ফেলেছে। এবার তাদের কাছে জিজ্ঞাসা শুরু করলাম কারও Limitation Exceed এর জন্য নেট Disconnect করা হয়েছে কিনা। সবাই বলল তারা জানে না। ডাউনলোড ব্রাউজ করতে ককরতই নাকি সময় শেষ হয়ে গেছে। তাই আজ আমি আবার নেট নিয়ে ট্রাই করলাম এবং সিউর হলাম যে এই অফারের আসলে কোনো Limitation নাই। গ্রামীনফোন শুধু আমাদের এই কথা বলে ভয় দেখিয়ে রেখেছে যাতে (১৫০ মেগাবাইটের পর)  আমরা আবার পাগলের মত ডাউনলোড শুরু করতে না পারি। সুতরাং আপনিও আমাদের মত উক্ত সুযোগটি কাজে লাগাতে পারেন।
কি রকম খরচ আসবে-
র তেমন কোন খরচ নাই বললেই চলে! P4 Service টি সক্রিয় করতে আপনার মোবাইলে ভ্যাটসহ ৭০ টাকা থাকতে হবে। অতপর রাত ১২.০০ টার পর আপনার ফোনসেটের ম্যাসেজ অপশনে গিয়ে P4 লিখে ৫০০০ পাঠিয়ে দিন। সক্রিয় হলে একটি ম্যাসেজ পাবেন। ব্যাস তার তখন থেকে ডাউনলোড করা শুরু করে দিন > ডাউনলোড চলবে ১১.৫৯ PM পর্যন্ত ২৪ ঘন্টা সময়।
এই সার্ভিসটি আপনার ফোন কিংবা মডেম ডিভাইসে ব্যবহার করতে পারেন। আমি মডেম হিসাবে পিসিতে ব্যবহার করে এখানে ১ দিনে প্রায় ১.৫ জিবির বেশী ফাইল ডাউনলোড করে ফেলি। অবশ্য তার পূর্বে নোটে একটি ছক করে নিই কোন সাইট হতে কি ফাইল ডাউনলোড করব। অাসলে বিষয়টি অনেকটা রহস্যময় ও জোকস! মাত্র ৭০ টাকাতে প্রায় ৫০০ টাকার উপরের কাজ করতে পারছেন।
পরামর্শ-
এখনো P4 Service টি চালু করে উক্ত সুবিধাটি উপভোগ করতে পারবেন। তবে জিপি কোম্পানী যদি এই গোমর ফাসের কথাগুলো জেনে যাই অতপর তারা যদি এই সার্ভসটি বন্ধ করে দেন তাহলে তখন কোন কাজে আসবেনা উক্ত পদ্ধতি। আপনারা যারা মাসে ১ জিবি প্যাকেজ ৩৫০/- দ্বারা ব্যবহার করছেন। তারা ডাউনলোড না করে শুধুমাত্র সাইটগুলো ব্রাউজিং করলে ভাল হয়। এতে নেটের বিলের বা মেগাবাইটের অপচয় হবেনা। অতপর যখন ডাউনলোড করতে যাবেন তখন আলাদা একটি জিপি সীমে P4 Service টি সক্রিয় করে নিলেই হবে। অথবা ১ জিবি ভলিউম প্যাকেজ ক্রয় না করে ৩৫০/- সমান কিস্তিতে ৭০/-গড় হিসাবে মাসে P4 Service টি মাসের যে কোন ৫ দিন ব্যবহার করলেই প্রায় ৮ জিবির উপরে ডাউনলোড করতে পারবেন। আসলে বলা যায়- অনেকটা কৈ এর তৈলে কৈ ভাজা!
অবশ্য গ্রামীন ফোনের আরেকটি মজার অফার আছে তাহলো মাসে ৩০০/- (ভ্যাটসহ) বিনিময়ে P3 সার্ভিসটি সক্রিয় করতে পারবেন। এর সুবিধা হল রাত ১২টার পর থেকে সকাল ১০.০০টা পর্যন্ত পিসিতে নেট ব্যবহার করতে পারবেন। এখানে ৫ জিবি পর্যন্ত ডাউনলোডের সুযোগ পাবেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More