আসসালামু আলাইকুম

বুধবার, ১১ জুলাই, ২০১২

নস্ট বা ড্যামেজ ডিভিডি ফেলবেন না রিপেয়্যার করে নিন এই সফটওয়্যার টি দিয়ে সাইজ মাএ ১২.৮ মেগাবাইট লাইসেন্স কীসহ।

আচছালামুআলাইকুম

স্মমানিত পিসি হেল্প লাইনের সকল এ্যাডমিন ও ভিজিটর ভাইদের কে আমার সালাম
ও শূভেচছা জানিয়ে শুরু করলাম আমার আজকের এই পোস্ট। আমরা অনেকেই পুরাতন
ডিভিডি জদি একটূ সমস্যা দেখি তাহলে সেটা আর উইজ করিনা।অথ্যাৎ দূই একবার সিডি
ROM এ বা প্লেয়ার এ প্রবেশ করিয়ে না ছল্লে সেটা ফেলে দেই। এখন থেকে সেই ডিভিডি
গূলো আর ফেলবেননা।আমার এই সফটওয়্যারটি দারা সেটাকে ছালানোর উপজোগি বা
আগেরমত ফিরে পাবেন কোন সন্দেহ নেই। এবং এই সফটওয়্যারটির একটা বিশেষ গুন
হলো যে কোন ডিভিডি এর মাধ্যেমে একবার রিপেয়্যার হলে আগামিতে সমস্যা দেখা দেওয়ার
আর কোন সম্ভাবনা নেই।

যে ভাবে করবেন।

( ১ )সফটওয়্যারটি ডাউনলোড শেষে সাধারন ভাবে ইন্সটল করে নিবেন
সফটওয়্যার ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন পাসওয়াড ( বাংলাদেশ১৯৭১ )
( ২ ) তারপর লাইসেন্স কী দিয়ে পাকাপোক্ত করে নিবেন
( ৩ ) লাইসেন্স কীর জন্য এখানে ক্লিক করুন পাসওয়াড ( বাংলাদেশ১৯৭১ )
( ৪ ) যে ভাবে রেজিস্টার করবেন প্রথমে হেল্প বাটম প্রেস করুন দেন ক্লিক
এন্টার রেজিস্টেশন কোড।আপনার নাম লিখুন উপরের খালি ঘরে নিছের ঘরটিতে লাইসেন্স কী গুলো কপি
এন্ড পেস্ট করুন।ওকে দিন
( ৪ ) এরপর নিছে এ্যাবাউট এ ক্লিক করে দেখুন আপনার নামে রেজিস্টার হয়ে গেছে।

এবার কাজের পালা।

নস্ট বা ড্যামেজ ডিভিডি টাকে প্রবেশ করান আপনার পিসির ডিভিডি ROM এ তারপর DVD
তে ক্লিক করে আপনার ডিভিডি কে সিলেক্ট ( ছিএ ১ দেখুন ) ( ছিএ ২ দেখুন ) করুন।এবং ওকে করুন এবার লাল
দাগ ছিন্নিত ( ছিএ দেখুন ) বটমে প্রেস করুন।বাকিটা আশা করি নিজ থেকেই বুজে নিবেন।সমস্যা মনে করলে
আমাকে জানাবেন।আপনি ছাইলে পূরো ডিভিডি কে রিপেয়্যার না করে যে ফোল্ডার বা ফাইল
টি ড্যামেজ হয়ে গেছে শূধূমাএ একক ভাবে ওই ফোল্ডার টিকে সিলেক্ট করতে পারেন।এতে কোন সমস্যা হবেনা এবং
ফলাফলের জন্য ওয়াইট করুন কিছুক্ষন।সব শেষে মেসেজ পাবেন আপনার ডিভিডি রিপেয়্যার হয়েছে বলে।
এবার সেটাকে প্লে করে দেখে নিন। প্লেয়ার বা পিসিতে।আগের মত থেমে থেমে ছলা বা মাজপথে আঠকে যাওয়া যেন
হাওয়ায় মিশে গেছে।আপনাদের মংগল কামনা করে আজকে এখানেই ইতি টানলাম।ভালো লাগলে অবশ্যাই মতামত জানাবেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More