১। Alt + D চাপ দিলে প্রায় সব ব্রাউজারেই মাউস আপনার এড্রেসবারে চলে যাবে । ঠিকানা লিখুন মাউস ছারাই দ্রুত ।
২।Ctrl key ধরে + চাপলে আপনার ব্রাউজারের টেক্স বড় হবে আর – চাপলে ছোট হতে থাকবে ।
৩।backspace key অথবা Alt key + left arrow চাপলে আপনি পূর্ববর্তী পেজে পুনরায় যেতে পারবেন ।
৪। F5 চাপলে আপনার ওয়েব পেজটি refresh অথবা reload হবে ।
৫। F11 চাপলে আপনার ইন্টারনেট ব্রাউজার ফুল স্কিন হবে ।
৬।Ctrl + B চাপলে আপনার বুকমার্ক ওপেন হবে ।
৭।Ctrl + F চাপলে find নামে নীচে বা উপরে একটা অপসন আসবে যেটা দ্বারা আপনি ওয়েব পেজ খুজতে পারবেন ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন