পেন ড্রাইভ আমদের দৈনন্দিন জীবনের কাজের একটি মুল্যবান বস্তু। কিন্তু এই পেন ড্রাইভ কম্পিউটার এ ব্যবহার করতে গেলে কিছু সমস্যায় পরতে হয়। তার মধ্যে প্রধান হলো ভাইরাস ছড়নো। আর বিভিন্ন কারনে এই ভাইরাস কম্পিউটার এ ছড়ায়। যার ফলে নিম্নের এই সমস্যা গুলো দেখা দেয়ঃ
১. Disk Access নষ্ট করাঃ যদি এই সমস্যা টা হয় তাহলে এর ফলে আপনি কোন ড্রাইভে ডুকতে চেষ্টা করলে “Open With” ডায়ালগ বা “Could not find ‘something” মেসেজ দেখায়। তখন আর ডাইভের ভিতরে ঢোকা যায় না।
২. Folder Option Access নষ্ট করাঃ এই সমস্যাটার ফলে Tools>Folder Option টি হিডেন হয়ে যায়। যার ফলে আর হিডেন ফাইল/ফোল্ডার গুলোকে আনহাইড করা যায়না।
৩. Task Manager Access নষ্ট হওয়াঃ Ctrl+Alt+Del চেপে Task Manager ওপেন করতে গেলে নিচের মেসেজটি দেখা যায়।
এই সমস্যা গুলোর সমাধান করার জন্য “ডিস্ক হিল” নামের একটি সফটওয়্যার আছে যা দিয়ে আপনি ফিক্স করতে পারবেন আতি সহজে। মাত্র ৪২১ কিলোবাইট এর সফটওয়্যারটি এখনি ডাউনলোড করে নিন। এই সফটওয়্যারটি সমস্যার সমাধান করবে অতি সহজেই।
ডাউনলোড লিঙ্ক
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন