আসসালামু আলাইকুম

রবিবার, ৬ নভেম্বর, ২০১১

এক তুড়িতেই বন্ধ করুন আপনার কম্পিউটার

আজকের টিপস টি খুব বেশি বড় না কিন্তু বেশ কাজের। অনেক সময় তাড়াহুড়া করে কম্পিউটার বন্ধ করার প্রয়োজন হলে দেখা যায় যে কম্পিউটার বন্ধ হতে বেশি সময় নিচ্ছে। তখন মন মেজাজ সব কিছুই গরম হয়ে যায়। তাই কেউ প্লাগ টেনে কেউ আবার পাওয়ার সুইচ চেপে ধরে রেখে কম্পিউটার বন্ধ করে। আমি জানি না যে এই কাজ গুলো করলে আপনার কম্পিউটার এর কতখানি ক্ষতি হয়। তবে আমি আপনাদের সেই বিরক্তের সময় টুকু কিছুটা কমানোর জন্যই এই পোস্ট টি লিখতে বসেছি।
প্রথম ধাপ

এবার স্টার্ট মেন্যু থেকে Run কে ওপেন করুন এবং সেই বক্স এ লিখুন Regedit ওপেন করুন।

এবার খুঁজুনঃ HKEY_CURRENT_USER\Control Panel\Desktop\

পাওয়া গেলে সেই কি গুলোর মধ্যে থেকে WaitToKillAppTimeout নির্বাচন করুন।

এবার মাউস এর রাইট বাটন ক্লিক করে Modify নির্বাচন করুন।

এর সেখানে Value তে 1000 করুন এবং OK বাটনে ক্লিক করুন।

এর পর HungAppTimeout নির্বাচন করুন।

এবার মাউস এর রাইট বাটন ক্লিক করে Modify নির্বাচন করুন।

এবারোও সেখানে Value তে 1000 করুন এবং OK বাটনে ক্লিক করুন।



দ্বিতীয় ধাপ

এবার খুঁজুনঃ HKEY_USERS\.DEFAULT\Control Panel\Desktop

পাওয়া গেলে সেই কি গুলোর মধ্যে থেকে WaitToKillAppTimeout নির্বাচন করুন।

এবার মাউস এর রাইট বাটন ক্লিক করে Modify নির্বাচন করুন।

এর সেখানে Value তে 1000 করুন এবং OK বাটনে ক্লিক করুন।



তৃতীয় ধাপ

এবার খুঁজুনঃ HKEY_LOCAL_MACHINE\System\CurrentControlSet\Control\

পাওয়া গেলে সেই কি গুলোর মধ্যে থেকে WaitToKillAppTimeout নির্বাচন করুন।

এবার মাউস এর রাইট বাটন ক্লিক করে Modify নির্বাচন করুন।

এর সেখানে Value তে 1000 করুন এবং OK বাটনে ক্লিক করুন।



এখন রেজিস্ট্রি এডিটর বন্ধ করে দিন। একবার পিসি রি-স্টার্ট করুন। ব্যাস কাজ শেষ এর পরে আবার যখন পিসি বন্ধ করবেন তখন আসল রেজাল্ট পাওয়া যাবে যে আপনার পিসি কত দ্রুত বন্ধ হচ্ছে।



নোটঃ এই টিপস টি শুধু উইন্ডোজ এক্সপি তে কাজ করবে উইন্ডোজ ভিস্তা ও সেভেন এ পরীক্ষা করে দেখা নাই।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More