স্ট্যাটাসে লাইক বাটনের পাশাপাশি ডিসলাইক বাটনও যুক্ত করতে পারেন…এজন্য লগ-ইন করেএই এপলিকেশনটি এলাও করুন…এবার স্ট্যাটাস শেয়ার করার পর লাইক বাটনের পাশাপাশি ডিসলাইক বাটনও যুক্ত হবে
ফায়ারফক্সের এডঅনস সেটাপ করে একসঙ্গে একাধিক আইডিতে লগ-ইন করা সম্ভব…প্রথমেথেকে Cookpie Firefox addons ইনস্টল করুন…ব্রাউজারটি পুনরায় খুলে ফেসবুকে লগ-ইন করুন…এবার নতুন ট্যাব খুলুন…নতুন ট্যাবের ওপর মাউসে রাইট বাটন ক্লিক করুন…toggle on/off cookpie নির্বাচন করে অন্য আইডিতে লগ-ইন করতে পারেন
ফেসবুকে স্ট্যাটাস আপডেট করলে তা প্রাইভেসি অনুযায়ী ব্যবহারকারীদের প্রদর্শন করে…তবে কাস্টমাইজ করে স্ট্যাটাস দিলে তা নির্দিষ্ট কিছু বন্ধু হতে লুকাতে পারেন…এজন্য স্ট্যাটাস লিখার পর স্ট্যাটাস বক্সের নিচে তালা চিহ্নিত বক্সে ক্লিক করুন…এবার Customize এ ক্লিক করে নিচের Hide this from থেকে বন্ধুর নাম টাইপ করুন…সাজেশন হিসেবে কিছু নাম আসবে,সেখান থেকে বন্ধুর নাম নির্বাচন করুন…সর্বশেষ Save Settings ক্লিক করে স্ট্যাটাস আপডেট করুন
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন