আসসালামু আলাইকুম

শুক্রবার, ১১ নভেম্বর, ২০১১

কিভাবে ফেসবুকের চ্যাটে অপ্রয়োজনীয় বন্ধুদের থেকে লুকিয়ে থাক

সমস্ত Facebook বন্ধুরা সেরা বন্ধু হতে পারেন না। চ্যাটিং-এ কখনো কখনো আমরা খুব বিরক্ত হয়ে যাই যেমন যখন আপনি পরিবারের সদস্য অথবা আপনার বিশেষ কারোর সাথে জরুরী বিষয় নিয়ে কথা বলছেন ঠিক সেই মুহূর্তে অন্যান্য বন্ধুরা আপনাকে বিরক্ত করতে পারে। আমার কাছে এটার একটা খুব ভাল সমাধান আছে, সেটা নিয়েই কথা হবে আজ। যাতে করে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় অন্যরা জানবেই না যে আপনি অনলাইনে আছে বা বন্ধ করে দিলে কখনই জানবেনা কখন আপনি অনলাইনে আসেন। এইটা আগে কেউ শেয়ার করে থাকলে আমার এই লেখা তাকেই উৎসর্গ করলাম।

কিভাবে চ্যাটিং থেকে ফেসবুক বন্ধুদের গোপন করবেনঃ

আপনার ফেসবুক একাউন্টে লগ ইন করুন

Friends বাটনে ক্লিক করুন (প্রোফাইল ফটোর পরে বাম উপরে)

যদি আপনি ইতোমধ্যে একটি বন্ধু তালিকা তৈরি করে থাকেন তাহলে আপনি Manage Friend List পাবেন

আর যদি আপনি না বানিয়ে থাকেন তাহলে Edit Friends পাবেন, ওটাতে ক্লিক করুন
Create a List-এ ক্লিক করুন

নতুন একটা পপ আপ আসবে ওটাতে আপনার ফ্রেন্ড গ্রুপের নাম লিখুন ও ফ্রেন্ড পছন্দ করে নিন


Create List-এ ক্লিক করুন
চ্যাটে ক্লিক করুন (নিচে)
চ্যাট সেটিং-এ ক্লিক করুন
Limit Availability… তে ক্লিক করুন

Make me unavailable-এ ক্লিক করুন এবং only make available to নির্বাচন করে গ্রুপ নির্বাচন করুন (যে গ্রুপের বন্ধুদের সাথে চ্যাট করতে চাচ্ছেন)

Okay ক্লিক করুন।
কিভাবে ফেসবুকে চ্যাটিং সব বন্ধু প্রদর্শন আবার কিভাবে চালু করবেনঃ

Chat-এ ক্লিক করুন
Chat Setting-এ ক্লিক করুন
Limit Availability… তে ক্লিক করুন
Only make me available to – তে ক্লিক করে, make me unavailable এ নির্বাচন করুন

Okay করুন।
শেষ!!! আশা করি এটা ফেসবুকে আপনার গোপনীয়তা বৃদ্ধি হবে। শুভ হোক আপনার ফেইসবুক চ্যাটিং!

1 comments:

Walton Olvio ML15 Price in Bangladesh & Full Specification! Walton Company being a smartphone Produce whose name is Walton Olvio ML15.
walton olvio ml15

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More