আসসালামু আলাইকুম

শুক্রবার, ১১ নভেম্বর, ২০১১

মুছে ফেলুন ভুল রান কমান্ড

অনেক সময় উইন্ডোজের Run কমান্ডে আমরা ভুল কমান্ড লিখে ফেলি।কিন্তু পরে আর সে ভুল কমান্ড Run থেকে সরাতে পারি না।ইচ্ছে করলে খুব সহজেই Run -এ লেখা যেকোন কমান্ড মুছতে পারেন।এজন্য Star/run- এ গিয়ে Regedit লিখে Enter চাপুন।এখন HKEY_USERS\.Default\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer\RunMRU
অপশনে যান। খেয়াল করুন,ডানপাশে রান কমান্ডের একটা তালিকা দেখা যাচ্ছে।এখান থেকে ভুল কমান্ড মুছতে কমান্ডটি নির্বাচন করে মাউসের ডান ক্লীক দিয়ে delete দিতে হবে।
ভাল্র থাকুন ,সুস্থ থাকুন।নিজে জানুন,অন্যকে জানান।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More