আসসালামু আলাইকুম

শুক্রবার, ১১ নভেম্বর, ২০১১


আপনি কি ফেসবুক ব্যবহার করেন তবে এ পোস্ট আপনার জন্য ।
১। আপনাকে কে কে আনফ্রেন্ড করল জানেন কি আপনি ??

২। আপনার কতগুলো ফ্রেন্ড রিকুয়েস্ট পেন্ডিং আছে তা কি জানেন ??
কোন কোন মাইয়া আপনার ফ্রেন্ড রিকুয়েস্ট এক্সেপ্ট না করে ছেকা দিল আপনি তো তার খবরই রাখেন না ।

৩।আপনার কোন ফ্রেন্ড যদি তার একাউন্ট ডিসএবল করে সে খবর কি কেউ কি জানতে পারছেন ???

আপনার তিনটি প্রশ্নের সব উত্তর যদি হয় না তাহলে আপনার জন্যই এ পোস্ট খানি ।
মজিলা ফায়ারফক্স আমরা প্রায় সবাই ব্যাবহার করি তাই মজিলার ব্যাপারেই শুধু আমি বলব ।
Greasemonkey নামক এডঅনটি ডাউনলোড করুন

অটোমেটিক ইনস্টল হবে এবং ফায়ারফক্স রিস্টার্ট চাইবে । করে নিন রিস্টার্ট ।
Greasemonkey অনেক কাজের এডঅন যাদের আগেই ডাউনলোড করা আছে তাদের আর নতুন করে ডাউনলোড না করলেও হবে তবে লেটেষ্ট ভার্সন ব্যাবহার করা উচিত ।

এবার যা করন লাগবে :

ক্লিক করেন লিংকে

পেজ লোড হওয়ার পর উপরে ডানপাশে লেখা দেখুন Install ।
তাহলে করে নিন ইনস্টল ।
কাজ শেষ ।
এবার ফেসবুকে ঢুকে দেখুন Unfriend নামক নতুন একটি অপসনযুক্ত হয়ছে ।
আর কোন কাজ নাই আপনার । এখন যারা যারা উপরোক্ত তিনটা অকাম করবে আপনি তাদের ধরে ফেলবেন ।
তবে যেগুলো পেন্ডিং ফ্রেন্ডরিকুয়েস্ট আছে আপনার সেগুলা দেখতে পারবেন এখনই ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More