আমার প্রথম POSTএ আপনাদের COMMENTS পেয়ে, উৎসাহিত হয়ে আর একটা TRICK পোষ্ট করছি। এটা তাদেরই জন্য যারা GMAILএর এই FEATURE টা জানেনা।
Google এর Gmailএর জন্য একটা খুব ভালো security system আছে, সেটা হল two step verification. যাদের Gmail account আছে তারা এই two step verification on করে রাখলে, আমার তো মনে হয় সেই Gmail কোনদিন hack হতে পারে না। কারন আপনি যখনই sign in করবেন তখনই আপনার কাছে একটা verification number চাইবে, যেটা আপনার mobile এ আসবে । এবং তার পরই আপনি Gmail এ ঢুকতে পারবেন।
আসুন দেখি কি ভাবে হয়, প্রথমে Gmailএ sing-in করে my account
তারপর start setupএ ক্লিক করুন
আপনার COUNTRY, MOBILE NUMBER দিয়ে সেট করুন, আর চাইলে নাম্বার টা টেস্ট করে নিতে পারেন।
এবার next করুন এবং ৩০ দিনের remember tick টা উঠিয়ে দিন
এবার turn on করুন
এখন add a phone number এ ক্লিক করে এক্স্ট্রা নাম্বার দিতে পারেন ( যদি প্রথম নাম্বার না টা থাকে তবে এখন থেকেও করা যাবে)
এবার show/generate codes এ ক্লিক করুন ,
আপনি যেটা পাবেন সেটা ঠিক মতো save করে রাখুন, যখন কোন mobile number থাকবে না তখন এখন থেকে sing-in করা যাবে।
এবার থেকে যখনই জিমেইল sing-in করবেন তখন verification নাম্বার ছাড়া মেইল open হবে না।
আর এসব যদি মনে হয় খুবই খটমট তবে clear setting এ ক্লিক করে ok করে দিন সব আগের মতো হয়ে যাবে।
এই ধরনের পোস্ট আগে কেউ পোস্ট করলে বা কোন ভুল হলে ক্ষমা করবেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন